-273ºc,
Friday, 2nd June, 2023 7:40 pm
নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন শিশু-সহ একাধিক ব্যক্তি। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার সকালে ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে মৃত ব্যক্তির নাম শচীন বিশ্বাস। ৫৫ বছর বয়স তাঁর। মৃত ব্যক্তি শান্তিপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এক গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডার ফেটে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে যান আশেপাশের লোকজন। ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। এই বিস্ফোরণের জেরে জখম হন গ্যাস বেলুন বিক্রেতা-সহ ৫ জন। বিস্ফোরণে দুটি পা-ই উড়ে গিয়েছে বেলুন বিক্রেতার। আহত বেলুন বিক্রেতার নাম রাজীব রায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় বহু মানুষের সমাগম হয়েছিল। সেই শোভাযাত্রায় বহু শিশু ও মহিলা ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে গ্যাস বেলুন বিক্রি করছিলেন ওই বিক্রেতা। সেইসময়ই ঘটে দুর্ঘটনা। বিকট শব্দে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতবিক্ষত হয়ে যায় বেলুন বিক্রেতার শরীর। আহত হয় আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষও। তিন শিশু বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে মৃত্যু হয় শচীন বিশ্বাসের।
অন্যদিকে কী ভাবে গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটলা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, শান্তিপুরে রাস উৎসব হবে কিছুদিন পরে, সেই রাস উৎসবে গ্যাস বেলুন বিক্রি বন্ধ রাখা হবে বলে জানান তিনি।