এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিদ্যাসাগর সেতুর সংস্কারের জন্য ১ সপ্তাহের যান নিয়ন্ত্রণের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর(Vidyasagar Setu) ডিজাইন করেছিল Germen কারিগরি সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার। আর তাই এখন এই সেতুর সংস্কারের জন্য Germany থেকেই সেতু বিশেষজ্ঞদের নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই শুরু হতে পারে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেতুর সংস্কার নিয়ে রাজ্যের পূর্ত দফতর এবং সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা Hooghly River Bridge Commission বা HRBC’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর সেতুর মূল অংশটি ৪টি সুবৃহৎ স্তম্ভের ওপর ১২১টি কেবলের(Cable) মাধ্যমে ঝুলে রয়েছে। এই কেবলগুলিকেই এবার বদলানো হবে। আর তার জন্য যানবাহণও বন্ধ থাকতে পারে কয়েকদিন।  

আরও পড়ুন ২৪’র বইমেলা শুরু ১৮ জানুয়ারি থেকে, চলবে ১৪দিন ধরে

১৯৯২ সালে উদ্বোধন হওয়া বিদ্যাসাগর সেতু দৈর্ঘ্যে ৮২৩মিটার এবং এটি এখনও পর্যন্ত দেশের মধ্যে সব থেকে লম্বা ও সব থেকে উচ্চ কেবল ব্রিজ। এই সেতু যখন তৈরি হয়েছিল তখন মনে করা হয়েছিল এই সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ ২০ হাজার গাড়ি যাতায়াত করবে। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই এই সেতু দিয়ে যাতায়াত করা যানবাহণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে। এখন এই সেতু দিয়ে এক এক দিনে ১ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে। আর এই অতি বাড়তি যানবাহণের লোড নিতে গিয়েই ক্ষতিগ্রস্থ হয়েছে সেতুর ভার ধরে রাখা কেবলগুলি। সেই কারণেই দ্রুত এই কেবলগুলি বদলাতে চাইছে রাজ্য সরকার। কেননা এই সেতু কলকাতার দিক থেকে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে যাতায়াতের ক্ষেত্রে প্রধান রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের অন‌্যান‌্য মন্ত্রী, রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা এই সেতু দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন।

আরও পড়ুন ‘বাংলাকে আমরাই চমক দেব, কাউকে চমকাতে দেব না’

কিন্তু এখন এই সেতু সংস্কার শুরু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বড় মাথাব‌্যথার কারণ হাওড়া ও কলকাতার দুই দিকেরই পুলিশ আধিকারিকদের কাছে। প্রতিদিন এই সেতু দিয়ে কয়েক হাজার সরকারি-বেসরকারি বাস যাতায়াত করে যাদের ওপর কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। তাঁরা প্রতিদিন এই সব বাসে করেই কলকাতায় আসেন। ব্রিজে মেরামতির কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই সেই বাসগুলোকে হয় অন‌্যদিকে ঘুরিয়ে দিতে হবে নাহলে তা বন্ধ রাখতে হবে। তবে সাঁতরাগাছি থেকে ও সাঁত্রাগাছি হয়ে যে সব বেসরকারি বাস নিত্যদিন কলকাতা বা দুই ২৪ পরগনায় সার্ভিস দেয় তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিকল্প রুটে তাঁরা বাস চালাতে রাজী নন। তাঁরা বাস বন্ধ রাখবেন। তা সে ১ সপ্তাহের জন্য হোক কী ১ মাসের জন্য হোক। জেলার বাস হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এবং নিবেদিতা সেতু দিয়ে চালানো হবে। পণ্যবাহী গাড়িও নিবেদিতা সেতু দিয়েই চালানো হবে। ছোট ৪ চাকার গাড়িও ওই দুই সেতু দিয়ে চালানো হতে পারে। সব মিলিয়ে ১ সপ্তাহের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সব ধরনের যানবাহণ চলাচল বন্ধ থাকতে পারে পুজোর আগে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেদিনীপুরে রদবদল, বিজেপি ছেড়ে তৃণমূলের  যোগ দিলেন বহু নেতা

‘আমি কী খাব, কেন ঠিক করবে মোদি সরকার’, প্রশ্ন অভিষেকের

দলীয় পতাকা লাগাতে গিয়ে বচসা, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

‘মোদির পুতুল অমৃতা, মহিলাদের ইজ্জত বিক্রি করেছে বিজেপি’ আক্রমণ অভিষেকের

ভোটের আগেই তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, আরামবাগে ছড়াল উত্তেজনা

৩৩ লক্ষ টাকা প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের এজেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর