24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:35 pm
নিজস্ব প্রতিনিধি: অশরীরী আতঙ্কে ত্রস্ত স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের চাঁপাহাটি কেপিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের। ওই স্কুলের পড়ুয়াদের দাবি, চোখমুখে হিংস্রতা, লম্বা লম্বা চুল, হাতে রক্তমাখা ছুরি নিয়ে এক অদ্ভুত দর্শনের অশরীরী ঘুরে বেড়াচ্ছে। তিন ছাত্রী এমন অদ্ভুত অশরীরী দেখতে পান বলে দাবি তাদের।
তিন পড়ুয়া এমন দাবি করার পর স্কুলের অন্য পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি গোচরে আনা হয় স্কুল কর্তৃপক্ষের। এরপর পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু করা হয়। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক দূর করতে ইতিমধ্যে প্রশাসনের সাহায্য নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় থানার পুলিশ, পড়ুয়াদের অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হয়। এলাকায় সচেতনতার প্রচারে বিজ্ঞানমঞ্চের সাহায্য নেওয়া হবে বলেও জানান স্কুল কর্তৃপক্ষ।
নাদনঘাট থানার চাঁপাহাটি কেপিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন পড়ুয়ার দাবি, স্কুলের এক শ্রেণিকক্ষের ভিতর পাঁচদিন আগে অদ্ভুত ধরনের অশরীরীর দেখা মেলে। দেখতে চোখমুখে হিংস্রতার ছাপ, লম্বা ঝাঁকড়া চুল, হাতে রক্তমাখা ছুরি। এমন ভয়াবহতায় চিৎকার করে ওঠেন পড়ুয়ারা। পড়ুয়াদের চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের শিক্ষিকিরা।তযদিও শিক্ষিকারা ওই শ্রেণীকক্ষে গিয়ে কিছু দেখতে পাননি বলে জানান। এই আতঙ্কে স্কুলে পড়ুয়াদের হাজিরা উল্লেখযোগ্যভাবে কমছে। তা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষকরা। এই ঘটনা নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা অনন্যা বিশ্বাস বলেন, “শ্রেণিকক্ষের মধ্যে অদ্ভুত দৃশ্য দেখে ষষ্ঠ শ্রেণীর তিন ছাত্রী চিৎকার করলে আমরা তা শুনেই ছুটে যাই। কিছুই দেখতে পাইনি। যদিও ছাত্রীদের কাউন্সেলিং করে আশ্বস্ত করা হয়। সকলেই স্কুল আসছে। নিরাপত্তার কথা ভেবে স্কুলে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।” স্কুল কর্তৃপক্ষ চাইলে বিজ্ঞান মঞ্চের কর্মীরা ছাতছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি বলে জানানো হয়েছে। বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক আশুতোষ পাল সংবাদমাধ্যমকে বলেন, ‘অশরীরী বা ভূত বলে কিছু নেই। অতিরিক্ত পরিমাণে মোবাইল, টিভিতে ভূতের সিরিয়াল দেখার ফলে আতঙ্ক তৈরি হয়েছে। স্কুল চাইলে আমরা গিয়ে পড়ুয়াদের সঙ্গে গিয়ে কথা বলতে পারি।’