এই মুহূর্তে

মধ্যরাতে কেক কেটে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ মহকুমার স্বরূপনগর(Swarupnagar) ব্লকে রয়েছে গোবরডাঙা পুরসভা এলাকা। সেই শহরেই রয়েছে শতাব্দী প্রাচীন রেলের স্টেশন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিসনের বারাসত ও বনগাঁ শাখা লাইনের মধ্যে পড়ে এই স্টেশনটি। নিত্যদিন সেখান দিয়ে কয়েক হাজার যাত্রী ট্রেন ধরেন বা ট্রেন থেকে নেমে গন্তব্যে যান। জেলার মধ্যে অন্যতম ঐতিহ্য ও সংস্কৃতির শহর হিসাবে পরিচিত গোবরডাঙা। সেই শহরের বাসিন্দারাই মঙ্গলবার মধ্যরাতে রেল স্টেশনে রীতিমত কেক কেটে গোবরডাঙা স্টেশনের(Gobordanga Station) ১৪০তম জন্মদিনের উদযাপন(Birthday Celebration) করল। সম্ভবত এই অনুষ্ঠান দেশের মধ্যে প্রথম কোনও রেলস্টেশনের জন্মদিনের উদযাপন ছিল।

১৮৮৩ সালের ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রথম শিয়ালদহ থেকে গোবরডাঙ্গায় এসেছিল ট্রেন। সেই কথা মাথায় রেখেই, দিনটিকে স্মরণীয় করে রাখতে রাতেই গোবরডাঙ্গা স্টেশনে জন্মদিন পালন করার কথা ভাবেন এই স্টেশন দিয়ে নিত্যদিন যাতায়াত করা এই শহরের বাসিন্দাদের একাংশ। সেই মতো মঙ্গলবার রাত ১২টার সময় এই কেক কেটে জন্মদিন পালন করার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সব থেকে বড় কথা এই অনুষ্ঠানে স্থানীয় স্টেশন কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষের বিন্দুমাত্র যোগদান ছিল না। সবতাই আয়োজন করেছিলেন শহরের নিত্যযাত্রীরা। শুধু তাই নয়, এদিন সকাল থেকেই গোবরডাঙা স্টেশনের ১৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের পাশাপাশি আলোচনা সভা, নাচ, গান, বক্তৃতার আয়োজন করা হয়েছিল স্টেশন চত্বরেই।

গোবরডাঙা স্টেশন দিয়ে বছরের পর বছর ধরে যাতায়াত করতে করতে এই স্টেশনের প্রতি ভালোবাসা জন্মে গেছে নিত্যযাত্রীদের। আর তাই ভালোবাসার অস্তিত্বকে স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখতে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয় গোবরডাঙাবাসী ও রেল যাত্রীদের তরফ থেকে। শীত উপেক্ষা করে বহু মানুষ স্টেশনে হাজির হয়ে টিকিট কাউন্টার সহ স্টেশনটিকে ১৪০টি প্রদীপ ও বেলুন দিয়ে সাজিয়ে তুলেছিলেন রাতে। যাত্রীরা তাদের সঙ্গে রাখা গোবরডাঙা রেল স্টেশনের বেশ কিছু পুরনো ছবি সকলের সামনে যেমন তুলে ধরেন, তেমনি নিজেদের বক্তব্যর মাধ্যমে রেল যাত্রার নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর