এই মুহূর্তে




নথি নিয়ে ইডি দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার

নিজস্ব প্রতিনিধি : ইডি দফতরে ফের হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সমস্ত নথিপত্র নিয়ে বুধবার সকালে ইডি দফতরে গিয়েছেন তিনি। ইডি আধিকারিকরা তাঁর ইনকাম ট্যাক্সের রিটার্নের কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল। সেই সব নিয়ে হাজিরা দিয়েছেন তিনি। সমস্ত নথি নিয়ে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলেছিলেন ইডি আধিকারিকরা। সেই সকল নথি তাঁরা খতিয়ে দেখবেন। ৫ বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্ত নথি সহ একাধিক নথিতে নজর ইডির। সেই নথি খতিয়ে দেখে কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

গত মাসের ২৫ তারিখ আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে প্রবেশ করার সময় তিনি জানিয়েছিলেন, তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। যা যা জানতে চাওয়া হবে সবটাই তিনি জানাবেন। পাশাপাশি এদিন নথি নিয়ে হাজির হওয়ায় তদন্তে সহযোগিতার বিষয়টি পরিষ্কার।

বিশেষ ইডির আদালত তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রেখেছিল। ইডি হেফাজতে চাইলেও, তা মানেনি আদালত। ইডি হেফাজতে না রেখে, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি দিয়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রেখেছিল বিশেষ ইডি আদালত। পাশাপাশি তাঁকে হাজিরা দেওয়ার কথআ বলা হয়েছিল। ২৫ ও ২৬ সেপ্টেম্বর হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় জানিয়েছিলেন, জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। আইনের ওপর তাঁর ভরসা রয়েছে। কারামন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। জিজ্ঞাসাবাদ করার পরে তাঁকে সব নথি নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। সেইমতো নথি নিয়ে গিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দনগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা কবে, জানিয়ে দিল কেন্দ্রীয় পুজো কমিটি

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

অভিসারে গিয়ে বেধড়ক মারে চোখ নষ্টের আশঙ্কা প্রেমিকের, পাল্টা হামলা প্রেমিকার বাড়িতে, প্রবল উত্তেজনা শ্রীরামপুরে

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

মিনি নির্বাচন কমিশন! ভবঘুরের ব্যাগ থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য কল্যাণীতে

রেলে চাকরি পাইয়ে দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণার চক্র ফাঁস হিন্দমোটরে, গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ