এই মুহূর্তে

রেশনের দোকান থেকে মদ বেচতে চান ডিলাররা

নিজস্ব প্রতিনিধি: রেশনের দোকানে গ্রাহকদের লাইন দেওয়ার হয়রানি কমাতে ও কোভিডকালে মানুষ যাতে বাড়িতে বসে রেশন পান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছিলেন ‘দুয়ারে রেশন’(Duyare Ration) পরিষেবা। সেই পরিষেবা দেওয়া নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি তুলেছিলেন রেশন ডিলারদের(Ration Dealer) একাংশ। শুধু তাই নয়, তাঁরা এই পরিষেবা বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু কার্যত কোথাও তাঁরা কোনও সুরাহা পাননি। রাজ্য ও দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতে হয় রেশন ডিলারদের। মুখ্যমন্ত্রীর পরিষেবাকেই অগ্রাধিকার দেয় আদালত। তার জেরে বাংলার মানুষ এখন ঘরে বসেই রেশনের সামগ্রী পাচ্ছেন। এই অবস্থায় রেশন ডিলাররা এখন আবদার তুলেছেন রেশনের দোকান থেকে মদ বিক্রি করার। এই মর্মে তাঁরা কেন্দ্রের খাদ্য মন্ত্রককে লিখিত আর্জিও জানিয়েছেন।

জানা গিয়েছে, রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রা‌ইস শপ ডিলার্স ফেডারেশনের(AIFPSDF) তরফে কেন্দ্রের খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডেকে চিঠি দিয়ে রেশনের দোকান থেকে মদ বিক্রি করার সুপারিশ করেছেন। সেই সুপারিশে তাঁরা জানিয়েছেন, রেশন বিক্রি করে তাঁরা নাকি আর্থিক লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তাই লাভের জন্য তাঁরা রেশনের দোকান থেকেই মদ বিক্রি করতে চাইছেন। রেশনের দোকান থেকে বর্তমানে যে সব সামগ্রী বিক্রি হয় সেই সব সামগ্রী থেকে লাভের মুখ নাকি ডিলাররা দেখতেই পাননা। কেননা সেখানে কমিশন কম থাকে। পাশাপাশি পুজোর আগেই বন্ধ হয়ে যেতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। তাই তাঁদের আয় আরও কমে যাবে। তাই তাঁরা রেশনের দোকান থেকে মদ বিক্রি করতে চাইছেন, কেননা তা লাভের মুখ দেখাবে। পাশাপাশি রেশনের দোকান থেকে মদ বিক্রির জন্য রাজ্য সরকারেরও আয় বাড়বে। এই দাবি সামনে আসতেই এখন দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। রেশনের দোকান থেকে মদ বিক্রির এই আর্জি আদৌ মোদি সরকার(Modi Government) গ্রহণ করবে কিনা তা নিয়ে যেমন খটকা আছে তেমনি রেশন ডিলারদের একাংশের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্জন শ্মশানে আয়োজন হয় ১৫ রকমের ভূতের পুজোর, আঁধার নামলেই শুনশান এলাকা

কালিয়াচকে ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার

জন্মদিনে মিলল ন্যায়বিচার ! গুড়াপে শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীর ফাঁসির সাজা

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর