-273ºc,
Saturday, 3rd June, 2023 3:09 am
নিজস্ব প্রতিনিধি: যিনি দুর্গতি নাশ করেন, তিনিই দুর্গা (DURGA)। তাঁর নামও দুর্গা। দুর্গা মালিক। আর কাজেও তিনি সাক্ষাৎ দুর্গা। তিনি নারী বাহিনীর নেত্রীও। তাঁর লড়াই বিষমদের কারবারের বিরুদ্ধে। বিষমদের কারবার দেখলেই তিনি আত্মপ্রকাশ করেন রণংদেহী রূপে। কী ভাবে তিনি হয়ে উঠলেন এলাকার রক্ষাকর্ত্রী?
এই বিষমদই কেড়ে নিয়েছে তাঁর স্বামী’কে। ‘হর’ হারা হয়েছিলেন ‘গৌরী’ দুর্গা। তারপর জানতে পারলেন, এই বিষমদের নেশায় অকালে প্রাণ হারাচ্ছেন এলাকার যুবকেরা। সেই প্রথম রুখে দাঁড়ালেন তিনি। ঘটালের মনোহরপুর- ২ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে তিনি গঠন করলেন নারী বাহিনী। এই সংগঠনের সদস্যা সংখ্যা এখন প্রায় ৫০। সকলেই টহল দেন লাঠি হাতে। সকাল, সন্ধ্যা এমনকি যখন তখন চলে অভিযান।
চোলাই মদের বিরুদ্ধে বারবার অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। হয়েছে সচেতনতা শিবির। তবে তা বন্ধ করতে পারেনি জেলা প্রশাসন। পেরেছেন দুর্গা ও তাঁর বাহিনী। সেই লড়াই করতে গিয়ে অবশ্য প্রথমে বারবার হেনস্থা- হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে ও তাঁর সংগঠনকে। তবে দমানো যায়নি দুর্গা ও ‘দেবী’দের।
পেশায় মাছ ব্যবসায়ী দুর্গা বলেন, যেখানেই বিষমদের কারবার হবে, খবর পেলে সেখানে পৌঁছে যাবেন তিনি ও তাঁর বাহিনী। সত্যিই ‘আজকের দশভূজা’ দুর্গা মালিক। ‘ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম’-এর পক্ষ থেকে সালাম আপনাকে।