এই মুহূর্তে

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই নয়া চেয়ারম্যান পেল রাজ্য মানবাধিকার কমিশন। নয়া চেয়ারম্যান হলেন মেঘালয় হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। আগামী তিন বছর তিনি মানবাধিকার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আইনি বিষয়ে দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আইনজীবী পরিবারেই জন্ম অবসপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। যাঁর বাবা দেবপ্রসন্ন মুখোপাধ্যায় এবং দাদু ঈশ্বরপ্রসন্ন মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী ছিলেন। সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তনী ইন্দ্রপ্রসন্ন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পরে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালের ১৮ মে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান। দীর্ঘ ১৫ বছর কলকাতা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব পালন করেন। পরে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে কলকাতা হাইকোর্ট থেকে মেঘালয় হাইকোর্টে বদলি হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। গত বছরের সাতই সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।

গত পয়লা ডিসেম্বর রাজ্যের পরবর্তী লোকায়ুক্ত ও রাজ্য মানবাধিকার কমিশনের প্রধান বেছে নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে নবান্নে এক বৈঠক বসেছিল। নিয়ম অনুযায়ী, এই উচ্চক্ষমতাসম্পন্ন নিয়োগ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার স্পিকার এবং বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা। যদিও বিরোধী দলনেতা ওই বৈঠক বয়কট করেন। বৈঠকে রাজ্যের পরবর্তী লোকায়ুক্ত হিসেবে বেছে নেওয়া হয় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে।  তিনি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের স্থলাভিষিক্ত হন। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন পদে বহাল রাখা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ