এই মুহূর্তে




আশঙ্কা সত্যি করে প্লাবিত দক্ষিনবঙ্গের বিস্তীর্ন এলাকা




নিজস্ব প্রতিনিধি: তার জন্মের সম্ভাবনা দেখেই আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছিলেন, পুজোর মুখে ইনি বাংলাকে বানভাসি না করে করে ছাড়বেন না। বাস্তবে সেটাই হতে দেখা যাচ্ছে এখন। তিনি ঘূর্ণাবর্ত হয়তে জন্ম নিলেন মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে। তারপর ধীরে ধীরে নিম্নচাপ ও আরও পরে পরে সুগভীর নিম্নচাপ আকার নিয়ে পা রাখলেন বাংলার বুকে। তার আড়াই দিনের ধারাপাতই এখন পুজোর মুখে বাংলার বুকে বড় বিপদ ডেকে আনলো। পশ্চিমের দুই জেলা বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে রেকর্ড বৃষ্টি ঝরানোর পাশাপাশি তিনি অঝোর ধারায় ভিজিয়েছেন ছোটনাগপুর মালভূমিকেও যা উচ্চ দামোদর অববাহিকা হিসাবেই বেশি পরিচিত। সেই জলই এবার নীচে নেমে ডোবাতে শুরু করেছে হুগলি ও হাওড়া জেলার নীচু এলাকা। একই সঙ্গে কংসাবতী, শিলাবতী, ঝুমুর, কেলেঘাই, কপালেশ্বরীর জলে ডুবেছে দুই মেদিনীপুরের বেশ কিছু এলাকা। বানভাসি অবস্থা বীরভূম ও মুর্শিদাবাদেরও।

বুধবার থেকেই জল ছাড়া শুরু করেছিল ডিভিসি। সেই জল এদিন ভোরে পৌঁছায় হাওড়ার উলুবেড়িয়া মহকুমায়। আর তাঁর জেরেই এদিন ভোরে দামোদরের বাঁধ টপকে জল ঢুকতে শুরু করেছে উদয়নারায়নপুর এলাকায়। জেলা প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুরের শিবাণীপুরে ৫ জায়গায় দামোদরের বাঁধে দেখা দিয়েছে ফাটল।  আর তা দিয়েই হু হু করে জল ঢুকছে এলাকায়। ইতিমধ্যেই সেখানকার ১৫টি গ্রাম জলবন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকা থেকে শুরু হয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। ১২টি ত্রাণশিবির ও ৮০টি স্কুলকে দুর্গতদের আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ৪০টি নৌকা ও ৭টি স্পিডবোট। নেমেছে সেনাও।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে ১২টি গ্রাম। কিছুদিন আগেই বন্যায় শিলাবতী নদীর বাঁধ ভেঙেছিল। যার ফলে প্লাবিত হয়েছিল গোটা এলাকা। সেই বাঁধ দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছিল প্রশাসন, কাজও শুরু হয়েছিল। কিন্তু ওই বাঁধ তৈরির আগেই আবারও গতকাল রাতে ভেঙে পড়েছে সেই বাঁধ। ফলে বিঘের পর বিঘা চাষজমি জলের তলায় চলে যাওয়ার পাশাপাশি ১০-১২টি গ্রাম জলবন্দি হয়ে পড়েছে। পুজোর আগে ফসলের এহেন ক্ষতিতে এখন মাথায় হাত পড়েছে কৃষকদের। দাসপুরের ১ নম্বর ব্লকেও বহু গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা যাচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালের মনসুকা গ্রামেও।

পূর্ব বর্ধমান জেলার উত্তর প্রান্ত দিয়ে বয়ে চলা অজয়ের জল বাড়ায় কাটোয়ায় চারটি ফেরিঘাট বন্ধ করে দিল প্রশাসন। কারন এই শহরের উত্তর-পূর্ব প্রান্তে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে অজয়। এখন দুই নদীই খরস্রোতা হয়ে বয়ে চলেছে। জলের স্রোত বেশি থাকায় নৌকা চললে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেই ওই ৪টি ফেরিঘাট শুক্র বার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অজয়ের জল বাড়ায় ফাটল ধরেছে আউশগ্রাম এলাকার বাঁধে। তবে এই নদেরই অপর পাড় বীরভূমের নানুর ব্লকের বাসাপাড়া এলাকা প্লাবিত হয়েছে অজয়ের জলে। সেখানে অজয়ের বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়েছে। সুন্দরপুর, বাসাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়ি ঘর, দোকান জলমগ্ন।  এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।  ঝাড়খণ্ডের শিকাটা ড্যাম থেকে জল ছাড়ার কারণেই এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসন সূত্রে দাবি।

সেচ দফতর সূত্রে খবর, দুর্গাপুর ব্যারাজ থেকে এখনও পর্যন্ত মোট ২ লক্ষ ১৪ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হয়েছে। মুলত ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টির কারণে এদিনও সেই জল ছাড়া বজায় রাখা হবে। মনে করা হচ্ছে আরপ দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে আজ ও আগামিকাল মিলে। এদিকে হুগলি জেলার আরামবাগ মহকুমায় দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। মনসাতলা এলাকায় বাঁধ উপচে জল ঢুকেছে আরামবাগ শহরে। ফলে আরামবাগ পুরসভার বহু এলাকা এখন জলে ভাসছে। আরামবাগ থেকে কলকাতা আসার রাজ্য সড়কও জলের নীচে। আরামবাগ থেকে বাঁকুড়া ও বর্ধমানে যাওয়ার রাস্তাও জলমগ্ন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

বিশ্বকর্মা পুজোর জলসা বন্ধ করতে গিয়ে  দুর্গাপুরে আক্রান্ত পুলিশ কর্মী, গ্রেফতার ৮

চা-বাগানে টেনে নিয়ে তরুণীকে গণধর্ষণ, মালবাজারে প্রেমিক-সহ ৫ জন গ্রেফতার

দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বড়নগর

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর