এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শাহ না হয় সফরে আসছেন, কিন্তু তাতে লাভ কী হবে, প্রশ্ন বিজেপিতেই

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী(Union Home Minister)। তাই দেশের যেখানে খুশি যখন খুশি যতবার খুশি যেতেই পারেন। নিত্যদিন ডেলি প‌্যাসেঞ্জারি করতেও পারেন। কিন্তু বার বার বাংলা সফরে এসেও তো বাংলার মাটিতে বিজেপিকে তো আর জেতাতে পারছেন না। একুশের ভোটেও পারেননি, পুরনির্বাচনেও পারেননি, পঞ্চায়েতের নির্বাচনেও পারেননি, কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও পারেননি। একের পর এক সভা করেও বঙ্গ বিজেপির(Bengal BJP) পায়ের নীচে মাটি যোগাতে পারেননি। বরঞ্চ নিজে কিছুদিন আগেই কলকাতার(Kolkata) ধর্মতলায় সভা করতে এসে বুঝে গিয়েছেন এ রাজ্যে পদ্মের ওপর আস্থা হারিয়েছে রাজ্যের মানুষ। তবুও আসছেন। তবে আর সভা করছেন না। করবেন খালি মন্দির-গুরুদোয়ারা দর্শন এবং দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক। তাতেই কী ২৪’র ভোট(General Election 2024) বৈতরনী পার হয়ে যাওয়া যাবে? শাহি সফর ঘিরে প্রশ্ন ঘুরছে খোদ বঙ্গ বিজেপিতেই।

আবারও বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তবে ঢাক-ঢোল পিটিয়ে আসছেন না। মধ্যরাতের অন্ধকারে পা রাখতে চলেছেন তিনি শহর কলকাতায়। সেটাও আবার বড়দিনের রাতে। এদিন অর্থাৎ সোমবার রাত ১১.৪৫: কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউটাউনের একটি হোটেলে। মঙ্গলবার সকাল ১০.৩০ নাগাদ মহাত্মা গাঁধী রোডে একটি গুরুদোয়ারায় যাবেন শাহ। বেলা ১১.৩০টায় যাবেন কালীঘাট মন্দিরে। সেখান থেকে নিউটাউনের হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন শাহ। সেখানে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। আপাতত এটাই থাকছে শাহি সফরের সূচী। কিন্তু প্রশ্ন উঠছে এতে বাংলার জনমানসে বিজেপিকে ভোট দেওয়ার উৎসাহ কেন বাড়বে, যেখানে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা খোদ কেন্দ্র সরকারই আটকে রেখেছে!

বঙ্গ বিজেপি সূত্রে খবর, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির রাখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকমাস আগেই রাজ্যে এসে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন তিনি। উনিশের লোকসভা ভোটে যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, শাহের এই সফরের উদ্দেশ্য, আগামী লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে দলের রণকৌশল চূড়ান্ত করা । রাজ্যের ৪২টি আসনেই কীভাবে দল লড়বে তা ঠিক করা। কীরকম প্রার্থী দিতে হবে, সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কী ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে হবে, গোটা বিষয়টি নিয়ে তিনি বৈঠক করবেন।

মাস পেরনোর আগেই শাহর ফের এই কলকাতা সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘অমিত শাহ-নরেন্দ্র মোদিরা একুশের ভোটের আগে ডেলি প‌্যাসেঞ্জারি করেছিলেন। তার পরও তৃতীয়বারের জন‌্য বাংলার ক্ষমতায় আসেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এরা যতবার আসবেন, ততবার বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে- নো ভোট টু বিজেপি। বাংলা গণতান্ত্রিক রাজ‌্য। ওরা আসবেন, ঘুরবেন। বিজেপি চেষ্টা করে ধর্ম, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করে। আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি। যেখানে যাবেন, সেখানে আশপাশে কোনও বাঙালি মনীষীর মূর্তি থাকলে দেখবেন যেন ওদের দলের কেউ আবার সেই মূর্তি ভেঙে না দেন। সংবাদমাধ‌্যম এমন মূর্তি দেখলে নজর রাখুন।’   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারত – বাংলাদেশ সীমান্তে মাদকসহ দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিএসএফ আধিকারিক

ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

জঙ্গিপুরের দখল ধরে রাখতে তৃণমূলের ভরসা সংখ্যালঘুরাই

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

নিট দিতে গিয়ে সাপের ছোবল খেলেন পরীক্ষার্থী,মেদিনীপুরে ছড়াল উত্তেজনা

‘এই ছেলেটাই জেলার উন্নয়নকে হাতের মুঠোয় রেখে কাজ করত’, কেষ্টকে বড় সার্টিফিকেট দিলেন দিদিমণি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর