এই মুহূর্তে

কেন্দ্রের অম্রুত-২ প্রকল্পের মাধ্যমে ৫১১ কোটির জলপ্রকল্প শিলিগুড়িতে

নিজস্ব প্রতিনিধি: বছর শেষের লগ্নে শিলিগুড়ি(Silliguri) পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। আর বছর শুরুর মুখেই পেতে চলেছে ৫১১ কোটি টাকার জলপ্রকল্প(Water Project)। দুটিই এল মোদি সরকারের(Modi Government) হাত ধরে। স্বাভাবিক ভাবেই এবার গেরুয়া শিবিরের পাল্টা হিসাব শুরু হয়ে গিয়েছে, লোকসভা নির্বাচনে এই শহর থেকে ঠিক কতটা ডিভিডেন্ড পাওয়া যেতে পারে। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে(SMC) বসেছিল বোর্ড মিটিং। সেখানেই পুরনিগমের মেয়র গৌতম দেব(Goutam Deb) ইঙ্গিত দিয়েছেন যে, নতুন বছরের শুরুর দিকেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িবাসীর জন্য ওই জলপ্রকল্পের কথা ঘোষনা করতে পারেন। কেননা এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার টাকা দিলেও তা কোন শহরে গড়ে তোলা হবে সেই দায়িত্ব রাজ্য সরকারের। প্রকল্প নির্মাণের জন্য জমি খোঁজা থেকে যাবতীয় বন্দোবস্ত করতে হয় রাজ্যকেই। সেই হিসাবে কেন্দ্রীয় প্রকল্পকে শিলিগুড়ির বুকে নিয়ে এল তৃণমূলের সরকারই। আরও বলা ভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন মমতার পাশে নেই কংগ্রেস, খুশ গেরুয়া শিবির

শিলিগুড়ি উত্তরবঙ্গের(North Bengal) বৃহত্তম শহর। কিন্তু এই শহরেই পানীয় জলের সমস্যা বহুদিনের। এই সমস্যা কবে মিটবে, তা নিয়ে এর আগে কোনওদিন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি এর আগেকার কোনও পুরবোর্ড থেকে। ২০১১ সালে বাংলার বুকে পরিবর্তন ঘটলেও প্রায় এক দশক তৃণমূল(TMC) একক ভাবে শিলিগুড়ির দখল নিতে পারেনি। নেপথ্যে ছিল বাম-কংগ্রেসের আঁতাত। কিন্তু ২০২২ সালের পুরনির্বাচনে শিলিগুড়ির মানুষ দুই হাত ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। তার জেরে প্রথমবারের জন্য শিলিগুড়িতে বোর্ড গড়েছে তৃণমূল। মেয়র হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। স্বাভাবিক ভাবেই শহরবাসীর প্রত্যাশা ছিল তৃণমূলের কাছ থেকে যে তাঁরা শহরের উন্নয়নের পাশাপাশি জলকষ্ট নিবারণের ব্যবস্থাও করবে। সেই প্রত্যাশা যে পূরণ হতে চলেছে নতুন বছরে সেটাই এবার জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র।

আরও পড়ুন কাউন্সেলিংয়ের জন্য ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকল এসএসসি

তবে শিলিগুড়িতে এবার পুরবোর্ড দখলের পথে সব থেকে আশাবাদী ছিল বিজেপি(BJP)। কেননা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে বিপুল ভোট পেয়েছিল বিজেপি। সেই ধারা অব্যাহত থাকে একুশের বিধানসভা নির্বাচনেও। গোটা শিলিগুড়ি মহকুমা জুড়ে বিজেপিতে ভোট পড়েছিল। কিন্তু শিলিগুড়ি পুরনিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে আর হালে পানি পায়নি গেরুয়া শিবির। শিলিগুড়ির মানুষ বেছে নেয় তৃণমূলকেই। এখন যখন ৫১১ কোটি টাকার জলপ্রকল্প শিলিগুড়ির বুকে গড়ে ওঠা কার্যত ঘোষণার অপেক্ষা মাত্র তখন গেরুয়া শিবির হিসাব কষছে এই প্রকল্পের হাত ধরে তাঁরা ২০২৪ এর লোকসভা নির্বাচনে শিলিগুড়ির বুকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা বন্দোপাধ্যায়

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

সুকান্তের জেলায় ভোট প্রশিক্ষণে গরহাজির ৭০০ কর্মীকে শোকজ

১৪ বছর আগে শিলান্যাস, আজও বাস্তবায়িত হয়নি আমতা-বাগনান রেলপ্রকল্প

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর