এই মুহূর্তে




সিভিকদের বেতন নিয়ে বড়সড় রদবদলের পথে রাজ্য, লাভবান হবেন কর্মরতরা

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডকে ঘিরে সুপ্রিম(Supreme Court) নজরে চলে এসেছেন বাংলার(Bengal) সিভিক ভলান্টিয়াররা(Civic Volunteers)। রাজ্যের বেকার তরুণ-তরুণীদের কাজ দিতে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ৪০ হাজার সিভিক ভলান্টিয়ার কাজ করেন। এর মধ্যে কলকাতা পুলিশের আওতায় আছেন প্রায় ৮ হাজার সিভিক। বাকিরা আছেন রাজ্য পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের অধীনে। শুরুর দিকে একজন সিভিকের বেতন ছিল দিনপ্রতি ১৪১ টাকা ৮১ পয়সা। সেই সময়ে রোজ কাজ দেওয়াও হতো না। ২০১৭ সালে সিভিকদের বেতন ঠিক হয় মাসে ৫ হাজার টাকা। সেই সময় থেকেই তাঁদের কাজের দিনও বাড়ানো হয়। এখন তাঁদের বেতন হয়েছে মাসে ১০ হাজার টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই বেতন(Salary Scale) নিয়েই এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।  

আরও পড়ুন, হেরো প্রাক্তন সাংসদ থেকে প্রার্থীদেরই ভোটের মাঠে নামাতে চায় বিজেপি, ক্ষোভ কর্মীমহলেই

সিভিকদের বেতন বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারই ঘোষণা করে। কিন্তু কোন সময়ে তা ঘোষিত হবে তার নির্দিষ্ট কোনও সময় ঠিক নেই। এমনকি সিভিকদের কত শতাংশ বেতন বাড়বে তা নিয়েও কোনও নির্দিষ্ট রূপরেখা নেই। সিভিকদের বেতনের জন্য নির্দিষ্ট কোনও হেড নেই। কলকাতা ও রাজ্য পুলিশের জন্য বরাদ্দ বাজেটের টাকা থেকেই কাটছাঁট করে তাঁদের প্রতি মাসের বেতন মেটানো হয়। এরফলে প্রতি মাসে রাজ্য সরকারের বিপুল পরিমাণ টাকা চলে যায় এই খাত থেকে। যে কারণে অনেক জিনিস কেনাকাটা আটকে যাচ্ছে। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যা যা জানতে চেয়েছে তার মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়টিও আছে। সেই কারণেই রাজ্য সরকার এখন চাইছে সিভিক ভলান্টিয়ারদের বেতনের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলি ও গাইডলাইন থাকুক। সূত্রের খবর সেই নিয়মাবলি ও গাইডলাইন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা সুপ্রিম কোর্টকে জানানোও হবে।

আরও পড়ুন, তৃণমূলের পদ থেকে ইস্তফা সৌমেন ঘরণী সুমনার, জল্পনা পাঁশকুড়ায়

এখন সিভিক ভলান্টিয়ারদের বেতন হুটহাট বাড়ে এবং সেই বৃদ্ধির পরিমাণ কম। রাজ্য সরকারি কর্মচারীদের মতো নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের বেতন বাড়ে না। আবার সিভিক ভলান্টিয়ারদের পিএফের কোনও ব্যবস্থা নেই। কেবলমাত্র স্বাস্থ্যবিমার সুবিধা পান তাঁরা। এরজন্য বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়। স্বাস্থ্যের জন্য মেডিক্লেমের সুযোগ পান তাঁরা। এর জন্য তাঁদের বেতন থেকে বছরে ৪ হাজার টাকা কেটে নেওয়া হয়। বছরে ১৪টি ক্যাজুয়াল লিভ পান তাঁরা। এছাড় প্রতি ৬ মাস অন্তর ৩ দিন করে অতিরিক্ত ছুটি পান তাঁরা। অবসরের পরে পান এককালীন ৫ লক্ষ টাকা। এবার এই সব কিছুকেই একটি নির্দিষ্ট নিয়মে বাঁধতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর, এর ফলে কর্মবরত সিভিকদের বেতন প্রতি বছরে ১ হাজার টাকা করে বাড়তে পারে এই নিয়ম লাগু হলে। সেই সঙ্গে সিভিকের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও হয়তো মেডিক্লেমের সুবিধার আওতায় চলে আসতে পারেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর