এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আপাতত জলপাইগুড়িতেই থাকছেন মুখ্যমন্ত্রী, ৭ তারিখ ফিরবেন কলকাতায়

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার অর্থাৎ ৩ এপ্রিল ছিল তাঁর উত্তরবঙ্গে(North Bengal) যাওয়ার কথা। ৪ এপ্রিল থেকে ছিল উত্তরবঙ্গে তাঁর প্রচারসূচী। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও তার জেরে ৫জনের প্রাণহানী, শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় তিনি গতকাল রাতেই চলে গিয়েছেন উত্তরবঙ্গে। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গেই থাকছেন। ৪ তারিখ থেকে তাঁর যে প্রচার কর্মসূচী ছিল, তা আগের মতোই থাকছে। ৭ তারিখ তিনি কলকাতায় ফিরবেন। ৮ তারিখ থেকে তাঁর জঙ্গলমহলের যে প্রচার কর্মসূচী(Campaign) ছিল তাও আগের মতোই থাকছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল আগামী বুধবার, ৩ এপ্রিল। কিন্তু ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই রবিবার রাতে জলপাইগুড়ি(Jalpaiguri) পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যেহেতু বৃহস্পতিবার থেকে তাঁর উত্তরবঙ্গেই প্রচারসূচী রয়েছে তাই আপাতত তিনি আর কলকাতায় ফিরছেন না। ভোটপ্রচার সেরে একেবারে নির্ধারিত সময়ে কলকাতায় ফিরবেন তিনি। রবি বিকেলে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে টর্নেডোর(Tornedo) তাণ্ডব চলেছে। মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর জখম হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে রবিবার রাতে রাত সাড়ে ৯টায় বিমানে বাগডোগরা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পৌঁছনোর পরেই মমতা মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে যান। জলপাইগুড়ির সেনপাড়ার কালীতলা রোডে মৃত দ্বিজেন্দ্রনারায়ণ সরকার এবং পাহাড়পুরে মৃত অনিমা বর্মণের বাড়িতে যান তিনি। পরে সেনপাড়া থেকে রওনা হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তার পর সেখান থেকে রাত আড়াইটে নাগাদ জলপাইগুড়ির মালবাজারের চালসার একটি হোটেলে ওঠেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতেই থাকছেন। থাকছেন চালসার ওই হোটেলেই। সেখান থেকেই জলপাইগুড়ির পরিস্থিতির দিকে নজর রাখছেন, সবটা পরিচালনাও করছেন। আগামিকাল অর্থাৎ মঙ্গলবারও চালসাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর। বুধবারও মুখ্যমন্ত্রীর চালসায় থাকার কথা। এর পর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে বেরোনোর কথা মমতার। ওইদিন মুখ্যমন্ত্রী চালসা থেকে মাথাভাঙা এবং কোচবিহারের সভায় যাবেন। শুক্রবার আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে থাকছে তাঁর সভা। শনিবার যাওয়ার কথা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তার পর সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতায় ফিরবেন তিনি।

এদিকে জানা গিয়েছে, এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয় নিয়েই তাঁদের মধ্যে কথা হয়। পরে শাহ বাংলাতে ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর