এই মুহূর্তে




শুক্রে হবে না কোনও বাংলা বন্‌ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) আগামিকাল অর্থাৎ ১৬ অগস্ট শুক্রবার বাম দল SUCI ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ(Bangla Bandh) ডেকেছে। আবার সেই বন্‌ধের পিঠোপিঠি বিজেপি(BJP) আগামিকাল রাজ্যজুড়ে ২ ঘন্টার কর্মবিরতি আন্দোলনের ডাক দিয়েছে। এবার এই জোড়া বন্‌ধের মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। এদিন বিকালে নবান্ন(Nabanna) থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামিকাল রাজ্যে কোনও বন্‌ধ হবে না। দুই বিরোধী দলের কর্মসূচিতে সাড়া দেবে না রাজ্য। জনজীবন স্বাভাবিক থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের কোনও প্রভাব পড়বে না।’ উল্লেখ্য, এখন রাজ্যে SUCI’র কোনও বিধায়ক বা সাংসদ নেই। তবে রাজ্যের প্রায় সর্বত্র তাঁদের অল্প বিস্তর সংগঠন রয়ে গিয়েছে। কিন্তু সেই সংগঠন দিয়ে খুব ছোট এলাকাও স্তব্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কারণেই এর আগেও SUCI কোনও বন্‌ধ ডাকলে রাজ্যে সেভাবে তার কোনও প্রভাব পড়তো না। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, SUCI’র হয়ে বন্‌ধ সফল করতে আগামিকাল সকাল থেকেই রাস্তায় নামবে গেরুয়া ব্রিগেড। আর সেই কারণেই নবান্নের বাড়তি তৎপরতা।

আরও পড়ুন, ইন্দিরাকে বিশেষ পুলিশ পদক, নিঃশব্দে রাজ্যের বার্তা রাজ্যপালকে

এদিন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা আগামিকালের বন্‌ধের বিরোধিতা করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, ‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, তার জন্য State Transport Authority বা STA-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে। বিভিন্ন পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে যান চলাচল মসৃণ রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক বারই জানিয়েছেন, বন্‌ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভূত প্রভাব পড়ে। তাই বন্‌ধ-সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতিবিরুদ্ধ’। সেই নীতি মেনেই এই পদক্ষেপ।’

আরও পড়ুন, স্বাধীনতা আজ কিছু সাম্প্রদায়িক কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত, লিখলেন মমতা

আর জি কর কাণ্ডে এদিন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দেন, শুক্রবার বেলা ১১টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কর্মকাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’ সেই সঙ্গে তিনি জানান, দুপুর ২টো থেকে রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবেন বিজেপির নেতা-কর্মীরা। কলকাতায় বিজেপির রাজ্যস্তরের নেতাদের উপস্থিতিতে হবে আন্দোলন কর্মসূচি। আর জি কর হাসপাতালের কাছাকাছি কোনও স্থানে মঞ্চ বেঁধে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ। বিজেপি সূত্রের খবর, সুকান্তের পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাজির থাকবেন আগামিকালের কর্মসূচীতে। পাশাপাশি, আর জি কর-কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়ে আগামিকালই পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিংয়ের উদ্দেশে মিছিল শুরু করবেন তিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নিউটাউনে জনবহুল এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

১০ বছরের সমস্যা মিটে গেল ১০ দিনেই, নেপথ্যে অভিষেক, জমির দখল পেল ১৬ পরিবার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর