এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরকে ধাক্কা দিয়ে ধূপগুড়ির দখল নিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে(Dhupguri By Election 2023) তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় ১০টি রাউন্ড গণনা শেষে ৪ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছেন বলে ঘোষণা করে দিল জেলা প্রশাসন। কার্যত বিজেপির মুখ থেকে এই জয় ছিনিয়ে আনল তৃণমূল। রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটে তৃণমূল বিজেপির থেকে ১৪ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিল। একুশে বিজেপি(BJP) এই আসনে জিতেছিল ৪ হাজারের কিছু বেশি ভোটে। ওই দুই নির্বাচনেই তৃণমূলের ভোট প্রাপ্তির হার ছিল ৪৪ শতাংশ। সেখানে এদিনের ফলে দেখা যাচ্ছে, তৃণমূল পেয়েছে প্রায় ৪৬ শতাংশ ভোট। একই সঙ্গে জয় এসেছে ৪ হাজারের কিছু বেশি ভোটে। অর্থাৎ একুশের ভোটের তুলনায় তৃণমূলের পক্ষে ৮ হাজারের কিছু বেশি ভোট সুইং করেছে।

২৪’র ভোটের(General Election 2024) আগে উত্তরবঙ্গের বুকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে রাজবংশী ভোট কোন দিকে যেতে পারে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যবাসী। কার্যত সকলের চোখ ছিল এই নির্বাচনের দিকে। কেননা উনিশের ভোটে বিজেপি উত্তরবঙ্গের ৮টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রেই জয়ী হয়েছিল। সেই জয়ের পিছনে একটা বড় কারণ ছিল রাজবংশী, আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের মানুষের সমর্থন। একুশের ভোটেও এই ৩ সম্প্রদায়ের সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু কমেছিল জয়ের ব্যবধান। সেই জায়গায় দাঁড়িয়ে সদ্য সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে কার্যত উত্তরের সব জেলায় ধুয়ে দিয়েছিল তৃণমূল। তাই তৃণমূলের আশা ছিল তাঁরা ধূপগুড়ি বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। বাস্তবেও দেখা গেল সেটাই হয়েছে। ধূপগুড়িতে জয়ী হল তৃণমূল।  

এদিন ধূপগুড়িতে জয়ের পরে পরেই ট্যুইট করে ধূপগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি লিখেছেন, ‘ধুপগুড়িবাসীকে ধন্যবাদ ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করার জন্য। জনগণের সাথে সংযোগ স্থাপনে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেক তৃণমূল কর্মীকে স্যালুট। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’ উল্লেখ্য, এবারের উপনির্বাচনের প্রচারের একদম শেষলগ্নে সেখানে প্রচারে গিয়েছিলেন অভিষেক। আর সেই সভা থেকেই তিনি ঘোষনা করেছিলেন চলতি বছরেই ধূপগুড়ি মহকুমা হবে। ওয়াকিবহাল মহলের দাবি, অভিষেকের এই ঘোষণাই ধূপগুড়িতে খেলা ঘুরিয়ে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে, উঠে এল নয়া তথ্য

দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের চার সদস্য, শ্রীরামপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ

মমতার জন্মস্থান কুসুম্বায় লিড পেতে ঝাঁপাচ্ছে তৃণমূল

শান্তিপুরে প্রবীণ ও অক্ষম ভোটারদের দের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করল কমিশন

ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

বারাসতের টাকি রোডে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর