এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুরবোর্ড গঠন ঘিরে উত্তপ্ত ঝালদা! ভাঙচুর, মিছিল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি: অনুমান ছিল, সেটাই সত্যি হল। পুরুলিয়া জেলার ঝালদা(Jhalda) পুরসভায় বোর্ড গঠনের জন্য সোমসবার সন্ধ্যাতেই বিজ্ঞপ্তি জারি করেন মহকুমা শাসক। সেই বিজ্ঞপ্তি মেনে এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই ঝালদা পুরসভায় শুরু হয়ে যায় পুরবোর্ড গঠনের তৎপরতা। তপন কান্দু(Tapan Kandu) খুন হওয়ার জেরে যেমন কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা ৫ থেকে কমে ৪ হয়ে গিয়েছে, তেমনি ১২ ওয়ার্ডের ঝালদা পুরসভায় এখন বোর্ড গঠনের জন্য ১১জন কাউন্সিলরের মধ্যে মাত্র ৬জনের সমর্থনের প্রয়োজন রয়েছে। কার্যত সোম সন্ধ্যায় ঝালদার মহকুমা শাসক পুরবোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করতেই সামনে চলে আসে যে তৃণমূলই(TMC) সেখানে বোর্ড গঠন করতে চলেছে। তাঁদের সমর্থন জানাচ্ছেন এক নির্দল প্রার্থী।

বস্তুত এই সমীকরণ সামনে আসতেই এদিন বোর্ড গঠনের বিষয়টি বয়কট করে কংগ্রেস(Congress)। পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো জানিয়ে দেন, ‘বোর্ড গঠনের জন্য মহকুমা শাসক ১১জন কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এইভাবে মানুষ খুন করে বোর্ড গঠন করার ঘটনা ঝালদার মানুষ মেনে নেবে না। আমরা আজ গণতন্ত্রের কালাদিবস পালন করব ঝালদায়। আমরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালো ব্যাজ পরে থাকব। ঝালদা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভও করব।’ নেপালবাবুর কথা মতই এদিন বেলা ১১টার কিছু পরেই নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর নেতৃত্বে ঝালদায় বার হয় বিক্ষোভ মিছিল। সেই মিছিল পুরসভা ভবনের দিকে এগোতেই তা আটকে দেয় পুলিশ। তার জেরে কংগ্রেস কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। কিন্তু সেই মিছিল আটকাতে সক্ষম হয়নি পুলিশ। তার জেরে ৪ কংগ্রেস কাউন্সিলর ও কংগ্রেস কর্মীসমর্থকেরা পুরসভার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সঙ্গে পুরসভা ভবনের ভিতরে ব্যাপক ভাঙচুর করেন তাঁরা। এদিন কংগ্রেসের ৪ কাউন্সিলর জনপ্রতিনিধি হিসাবে শপথ নিলেও চেয়ারম্যান পদের নির্বাচনে অংশগ্রহণ করেননি। 

অন্যদিকে তপন কান্দু খুনের ঘটনায় সোমবারই সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মোতাবেক এদিনই ঝালদায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করতে চলেছেন সিবিআই-য়ের আধিকারিকেরা। এদিনই তাঁরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। সেই সঙ্গে কথা বলবেন পূর্ণিমা কান্দু ও তপনবাবুর পরিবারের অনান্য সদস্যদের সঙ্গেও। এদিন রাতে বা আগামিকাল তাঁর ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও জেরা করতে পারেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে এখনও পর্যন্ত এই ঘটনায় আটক তপনবাবুর ভাইপো দীপক কান্দু, তার বাবা নরেন কান্দু, ব্যবসায়ী আসিফ খান ও খুনের পরিকল্পনাকারী কলেবর সিংকেও জেরা করতে পারে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্ধু কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরে ভোট প্রচারে দেব

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

৭ দিনের মধ্যে মুখোশ খুলব, টুইটে হুঁশিয়ারি অভিষেকের

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর