এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হিন্দুদের নাম তোলা যাবে না ভোটার লিস্টে, নির্দেশ খোকনের

নিজস্ব প্রতিনিধি: হিন্দু হয়ে বেঁচে থাকা কী অপরাধ নাকি হিন্দু ধর্মে বিশ্বাস রাখাটা অপরাধ? এই প্রশ্নটাই কার্যত তুলে দিলেন পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার দাপুটে তৃণমূল নেতা ও বিধায়ক(TMC MLA) খোকন দাস(Khokon Das)। বর্ধমান দক্ষিণ(Burdhwan South) বিধানসভা কেন্দ্রের এই তৃণমূল বিধায়ক নিদান দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের(Bangladeshi Hindu) নাম ভোটার লিস্টে(Voter List) তোলা যাবে না। আর এখানেই প্রশ্ন, পূর্ব বঙ্গ থেকে আসা বাঙালদের নাম কী ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার দাবি তুলেছেন এই তৃণমূল নেতা নাকি ১৯৭২ সালের পরে যারা এপার বাংলায় চলে এসেছেন বা এখনও আসছেন তাঁদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার বা নাম না তোলার দাবি জানিয়েছেন খোকন? যদিও কেউ কেউ বলছেন, খোকন এই দাবি করেছেন মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে যারা দীর্ঘদিন ধরেই রেশন কার্ড, ভোটার কার্ড, পাট্টা পেয়ে গেলেও আজও নাগরিকত্ব পাননি এদেশের। এরাই এখন বিজেপির ভোট ব্যাঙ্ক হয়ে গিয়েছেন। সেই মতুয়াদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার নিদানই দিয়েছেন খোকন।

আরও পড়ুন চাটাই পেতে শোনো কথা, নন্দীগ্রামে নয়া কর্মসূচী তৃণমূলের

গত মঙ্গলবার বর্ধমান শহরের টাউন হলে বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট এবং ভোটার তালিকায় সংশোধন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভাতেই খোকন বলেন, ‘ভোটার লিস্টে নাম তাঁদেরই তুলবেন যারা আমাদের পরিবার। যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। যারা নতুন ভোটার তাঁদের তুলুন, কোনও কারণে বাদ গিয়েছে তাঁদের নাম তুলুন, ট্রান্সফার হবে যাদের নাম তাঁদের তুলুন। এক্সট্রা কোনও লোক থাকার দরকার নেই। নতুন লোক তো আসছেই। নতুন লোক মানে তো বুঝতেই পারছেন, সব বাংলাদেশের লোক আসছে। তাদের নাম বেশি তুলতে গেলে বেশি ক্ষতি। কারণ তাঁরা তো হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। আমরা দেখেছি, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। ভোটার লিস্টে নাম যে তুলবেন, দেখবেন নতুন লোক এলেও তাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবেন কি না৷ যাঁরা সেটা করবেন, তাঁদেরই নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা করবেন৷ কারণ, এখন সবাই আমাদের দলের সঙ্গে ভিড়ে গিয়েছেন ৷ দু’দিন পর আবার ২০১৯, ২০২১ সালের মতো না-হয়ে যায়। নিজেদের জায়গা নিজেদের ছেলেদের করতে হবে। আর আমরাও দলকে বলছি, যাঁরা ২০১৯, ২০২১ সালে বুক চিতিয়ে বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাঁদেরই বিভিন্ন পদ দেওয়া হবে। অন্য কোনও লোককে আমরা কোনও পদ দেব না। যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাঁদেরই জায়গা দেব।’

আরও পড়ুন খোঁজ খোঁজ খোঁজ, বেপাত্তা মানিকের ছেলে আর বউ

খোকনের এই বক্তব্য নিয়েই এখন বড়সড় বিতর্ক বেঁধে দিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে ঠিক কাদের লক্ষ্য করে খোকন এই কথা বলেছেন? বাঙালদের লক্ষ্য করে, মতুয়াদের লক্ষ্য করে নাকি বিজেপিকে ভোট দেওয়া হিন্দু ভোটারদের লক্ষ্য করে? লক্ষ্য যারাই হোক না কেন, ভোটার লিস্ট থেকে বিরোধী পক্ষের ভোটার বা সমর্থক সন্দেহে ইচ্ছাকৃতভাবে তাঁদের নাম বাদ দেওয়া তো রীতিমত অপরাধ ও গভীর চক্রান্ত। তাই ইতিমধ্যেই অনেকে দাবি তুলেছেন গ্রেফতার করতে হবে খোকনকে। যদিও পুলিশের কাছে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবিরও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরের ভোট পিছিয়ে দিতে কমিশনকে আর্জি হাইকোর্টের

ভোট যায় ভোট আসে, ভাঙ্গন কবলিত অঞ্চল একই থাকে

‘অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা’, সরব মমতা

সব্যসাচী দত্তের ওয়ার্ডে বেআইনি বাড়ির অংশ ভেঙে দিল কর্পোরেশন

‘দেখবেন ইলেকশানের পরে ওকে ছেড়ে দেবে’, কেষ্টকে নিয়ে বড় খবর দিলেন দিদি

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর