এই মুহূর্তে

রামপুরহাটের সভা শেষে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ : কলকাতা থেকে সোমবার বীরভূমে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে জনসভা করে তিনি গিয়েছেন রামপুরহাট হাসপাতালে। সেখানে সোনালি খাতুনের সঙ্গে দেখা করে তারাপীঠ মন্দিরে গিয়েছেন তিনি। সেখানে পুজোও দিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি মা তারার ছবি। উত্তোরীয় দিয়ে বরণ করা হয়েছে তাঁকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে তারাপীঠের রাস্তার দুধারে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৫০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। রামপুরহাট জনসভা থেকে টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ৭০ টি আসন পেয়ে কে মাছের ঝোল খাবে কে ডাল খাবে তা ঠিক করছে। এই সরকার যদি আরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের কি হাল হবে তা আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই বিজেপিকে শূন্য করার ডাক দেয় অভিষেক।

যারা বাংলা ভাষাকে অপমান করেছে তাদের জবাব দিতে হবে আগামী দিন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে যারা শিক্ষাবিদ অমর্ত্য সেনকে এসআইয়েরের নোটিশ পাঠিয়েছেন তাদের জবাব দেয়ার জন্য বীরভূমের জনগণের কাছে আহ্বান জানান অভিষেক। অভিষেকের কপ্টারে অনুমতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশেষে নির্দিষ্ট সময়ের অনেরক পরে হেমন্ত সোরেনের কপ্টার নিয়ে বীরভূমের উদ্দেশ্যে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে একাধিক কর্মসূচি পালন করেছেন তিনি। তারাপীঠে পুজো দেওয়ার তারমধ্যে একটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধের শীতের সন্ধ্যায় ভয়ংকর আগুনে জ্বলছে কলকাতার নোনাডাঙার বস্তি

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

নদিয়ার ধুবলিয়ায় দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সর্তকতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং

দলীয় কার্যালয়েই ব্রাত্য তৃণমূল কাউন্সিলর, দোকানে বসে দিচ্ছেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ