এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গঙ্গাদূষণ ঠেকাতে উদ্যোগ হুগলি শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। গঙ্গা দেশের প্রধানতম নদী। শুধু তাই নয়, হিন্দু ধর্মসভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে আছেন মা গঙ্গা(Ganges)। সকলের বিশ্বাস গঙ্গা স্নানে সব পাপ থেকে মুক্তি মেলে। উৎসবের মরশুমে সেই গঙ্গাই দূষিত হয়েছে । তাই গঙ্গাকে পুরোপুরি দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়া হল হুগলি শিল্পাঞ্চলে(Hooghly Industrial Area)। হুগলি নদীর পাড়েই গড়ে উঠেছে ফরাসীদের হাতে গড়া চন্দননগর(Chandannagore), ডাচদের হাতে গড়া শ্রীরামপুর, পুর্তগীজদের চুঁচুড়া। আছে বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, চাঁপদানি, রিষড়া, কোন্নগর ও উত্তরপাড়া-কোতরং পুরসভাও। সব মিলিয়ে হুগলি শিল্পাঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়াগঙ্গার তীরে গড়ে ওঠা ১০টি পুরসভায় বসবাস করেন প্রায় ২০ লক্ষ মানুষ। সকলেই কোনও না কোনও ভাবে গঙ্গার বা হুগলি নদীর ওপর নির্ভরশীল। তাই তাঁদের কথা মাথায় রেখেই এবার গঙ্গা দূষণ(Pollution) ঠেকাতে বিশেষ পদক্ষেপ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। চন্দননগরের বুক থেকে শুরু হল প্রচারাভিযান। পরিচালনায় রাজ্য সরকারের প্রোগ্রাম ম্যানেজমেনজমেন্ট গ্রুপ।

আরও বলুন এসেছে আশ্বাস, মিটবে বকেয়া, চাতক পাখি বাংলা

রাজ্য পুর দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গাদূষণ আটকাতে জল সর্বদাই পরিষ্কার রাখা জরুরি। বজ্রপদার্থ নদীতে যাতে না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে নদীর উপকূলবর্তী বাসিন্দাদের সচেতন করা প্রয়োজন। তাই তাঁদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। পুর দফতর সূত্রে আরও জানানো হয়েছে, গঙ্গার দূষণমাত্রা নির্ভর করছে তার ইকোসিস্টেম অর্থাৎ যে জলজ উদ্ভিদ ও প্রাণী সেখানে বসবাস করে, তারা কী অবস্থায় রয়েছে তার ওপর। জলের ইকোসিস্টেম জড়িত সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক ইকোসিস্টেমের সঙ্গে। ফলে জলের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিক ভাবেই ডাঙার ইকোসিস্টেমও ব্যাহত হবে। তাই যেকোন পরিস্থিতিতে গঙ্গাকে দূষণমুক্ত রাখা খুবই জরুরি। সেই কথা মাথায় রেখেই সোমবার থেকে হুগলি শিল্পাঞ্চলের সব থেকে বড় শহর চন্দননগর জুড়ে শুরু হয়েছে গঙ্গাকে দূষণমুক্ত করার কর্মসূচি। ওই দিনের কর্মসূচিতে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতেরর প্রোগ্রাম ডিরেক্টর নন্দিনী ঘোষ, চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। একই দিনে হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার বুকেও এই কর্মসূচি শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের পুরকর্তারা।

আরও বলুন তেহট্টে পুরসভা কবে হবে, প্রশ্ন উঠল মুখ্যমন্ত্রীর সফরের আগে

গঙ্গাকে দূষণমুক্ত করতে যে প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রোগ্রাম ডিরেক্টর নন্দিনী ঘোষ জানিয়েছেন, শুধু হুগলি জেলার শিল্পাঞ্চলেই গঙ্গা দূষণ ঠেকাতে প্রচার করা হচ্ছে না। দুই ২৪ পরগনা জেলার গঙ্গা তীরবর্তী পুরসভাগুলিতে ও কলকাতার বুকেও এই প্রচার চালানো হবে। আগামী ১০ নভেম্বর বৈদ্যবাটি ও শ্রীরামপুরে এই প্রকল্পের প্রচার শুরু হবে। ১৬ নভেম্বর কলকাতা ও কামারহাটিতে এবং ১৭ নভেম্বর ভাটপাড়া ও হালিশহরে প্রচারাভিযান চলবে। ২১ নভেম্বর বজবজ, মহেশতলা এবং কলকাতাতেও স্থানীয় বাসিন্দাদের সচেতনতার উদ্যেশে প্রচারের কাজ চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর