এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তরবঙ্গের চা বলয়ে নজর তৃণমূলের, লক্ষ্য লোকসভায় জয়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর কয়েক মাস। তার পরেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের(General Election 2024) রণদামামা। সেই নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের(North Bengal) দিকে। কেননা উনিশের ভোটে উত্তরের ৮টি লোকসভা আসনেই হারের মুখ দেখতে হয়েছিল তৃণমূলকে। এবারে সেই সব আসন উদ্ধার করতে নজর দিয়েছে তৃণমূল। এই লক্ষ্য পূরণের পথে দুর্বল অংশগুলিকেও চিহ্নিত করে তা শক্তিশালী করতে চাইছে জোড়াফুল শিবির। উত্তরের গোর্খা ভোট ইতিমধ্যেই বিজেপির হাতছাড়া হয়েছে। রাজবংশী ভোটও এখন আর তাঁদের একচেটিয়া হাতে নেই। কিন্তু চা বলয়ে এখনও পিছিয়ে পড়ছে তৃণমূল। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে এবার চলতি বাসের ২৩ তারিখ থেকেই উত্তরবঙ্গের চা বলয়ে(Tea Belt) বিশেষ কর্মসূচী শুরু করতে চলেছে তৃণমূল, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। চা বাগান এলাকার মানুষের কাছে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্পের সুফল পৌঁছে দিতে শুরু করা হচ্ছে বিশেষ শিবির।  

উত্তরবঙ্গে লোকসভা আসনের সংখ্যা ৮। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। এর মধ্যে শুধুমাত্র মালদা দক্ষিণ আসনটি কংগ্রেস উনিশের ভোটে নিজের হাতে ধরে রাখতে পেরেছিল। বাকি ৭টি আসনেই জয়ের মুখ দেখেছিল বিজেপি(BJP)। ওই ৭টি আসনের মধ্যে আবার ৪টি আসন ছিল তৃণমূলের দখলে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও বালুরঘাট আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। দার্জিলিং আগে থেকেই বিজেপির হাতে ছিল। বামেদের হাতে থাকা রায়গঞ্জ আসনটিতেও জয়ের মুখ দেখেছিল বিজেপি। উনিশের ওই নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবির নেপথ্যে উঠে এসেছিল গোর্খা-নেপালি, রাজবংশী, আদিবাসী ও কিছুটা সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে চলে যাওয়া। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে এই ছবি বদলেছিল। তৃণমূলের পক্ষে পড়েছিল সংখ্যালঘুদের একচেটিয়া ভোট। ফিরেছিল কিছুটা হলেও রাজবংশী ভোটও। তার জেরেই উত্তর দিনাজপুর ও মালদা জেলায় ভাল ফল করে তৃণমূল। সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারেও কিছুটা হলেও হারানো জমি ফিরে পায় জোড়াফুল।

কিন্তু আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলাতে একুশের ভোটে কোনও আসন পায়নি তৃণমূল। যদিও কালিম্পংয়ে সেই নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছিল বিজেপিকে। জিতেছিলেন তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীই। একুশের ভোটের পরে পরেই কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জেতা আসন বের করে নেয় তৃণমূল। আবার বিজেপির টিকিটে জেতা উত্তরবঙ্গের ৩ বিধায়ক পরবর্তীকালে চলে আসেন তৃণমূলে। এমনকি শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনেও সবাইকে অবাক করে দিয়ে জয়ী হয় তৃণমূল। কার্যত সেই ভোটের ফলই বলে দিয়েছিল, উত্তরে জমি হারাচ্ছে বিজেপি আর সেই জমির দখল নিচ্ছে তৃণমূল। পরে পাহাড়ের জিটিএ নির্বাচনেও দেখা যায় তৃণমূলের জোট সঙ্গীদের জয়জয়কার। বিজেপিকে সেই নির্বাচনে খালি হাতে ফিরতে হলেও পাহাড়ে খাতা খুলতে সক্ষম হয়েছিল তৃণমূল। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনেও দেখা যায় উত্তরবঙ্গে তৃণমূলের জয়জয়কার। কিন্তু ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গিয়েছে বিজেপির জেতা আসন তৃণমূল বের করে আনলেও চা বলয়ে পিছিয়ে পড়ছে জোড়াফুল।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং এই ৩টি লোকসভা কেন্দ্রের অর্ধেকের বেশি ভোটারই চা বলয়ের। সেই চা বলয় যদি মুখ ফিরিয়ে থাকে তৃণমূলের দিক থেকে তাহলে ২৪’র ভোটেও উত্তরবঙ্গের এই ৩টি আসনে জয় অধরা থেকে যেতে পারে তৃণমূলের কাছে। আর তাই সময় থাকতে থাকতেই ড্যামেজ কন্ট্রোলে নজর দিচ্ছে দল। রাজ্য সরকারের চালু করা যাবতীয় আর্থসামাজিক প্রকল্প যাতে চা বলয়ের মানুষেরা পান এদিকে কড়া নজর দিচ্ছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা, কৃষকবন্ধু থেকে বিধবা ভাতা, কন্যাশ্রী থেকে রূপশ্রী, ঐক্যশ্রী থেকে মেধাশ্রী, চা সুন্দরী থেকে জমির পাট্টা, সব দিক দিয়েই যাতে চা বলয়ের মানুষদের চাহিদা পূরণ করা যায় তার জন্যই ১ মাস ব্যাপী কর্মসূচী হাতে নিচ্ছে তৃণমূল। চা বলয়ে বিজেপি যাতে আর কোনও ভাবেই বাড়তি অ্যাডভান্টেজ না পায় তার জন্য সজাগ পদক্ষেপ জোড়াফুল শিবিরের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনকে নালিশ সুকান্তের

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর