এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জলের তোড়ে অস্থায়ী সেতু ভাঙল জয়দেবে, অপর সেতু ডুবল বাঁকুড়াতে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডে। সেখানে বৃষ্টি বেশি হতেই সেই জল নামতে শুরু করেছে বাংলার(Bengal) বুকে একাধিক নদীপথে। গত ২৪ ঘন্টায় অজয়(Ajay), ময়ূরাক্ষী, দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী সহ ছোটবড় অনেক নদীতেই জল বেড়েছে। আর তার জেরে বেশ কিছু নীচে সেতু যেমন জলের তলায় চলে গিয়েছে তেমনি কিছু অস্থায়ী সেতু জলের তোড়ে ভেসেও গিয়েছে। পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার কাঁকসা ব্লকের শিবপুর ও বীরভূমের(Birbhum) ইলামবাজার ব্লকের জয়দেবের মধ্যে অজয় নদের ওপর থাকা অস্থায়ী সেতু ভেসে গিয়েছে জলের তোড়ে। আবার বাঁকুড়া(Bankura) থেকে মানকানালি সংযোগকারী রাস্তার ওপর থাকা গন্ধেশ্বরী(Gandheshwari) নদীর মানকানালি সেতু চলে গিয়েছে জলের নীচে। আর এর জেরে সমস্যার মুখে পড়েছেন কয়েক হাজার নাগরিক।

জানা গিয়েছে, বৃষ্টিতে অজয়ের জল বেড়ে যাওয়ায়, শিবপুরে অস্থায়ী সেতুটি জেলের তোড়ে ভেঙে যায়। সেই সময় মাঝ নদীতে আটকে যায় পাথর বোঝাই একটি ডাম্পার। কোনওমতে সেখান থেকে প্রাণে বাঁচেন ওই ডাম্পারের চালক ও খালাসি। শনিবার সকালে সেতুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন দু’পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ওই জায়গায় স্থায়ী সেতু তৈরির দাবি রয়েছে। সেই দাবি মেনে এখন সেখানে ১৩০ কোটি টাকা ব্যয়ে পাকা উচ্চ কংক্রীটের সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। চলতি বছরেই এই সেতুর উদ্বোধন হতে পারে। এই সেতু চালু হয়ে গেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বূরভূমের দুবরাজপুরের মধ্যে দূরত্ব ৩০কিমি কমে যাবে। যদিও তার আগেই এদিন ভেঙেছে অস্থায়ী সেতু। ঘটনাচক্রে এখন সেই সেতুর মেরামতির কাজ চলছিল। অস্থায়ী সেতু নির্মাণের কর্মীরাও সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছেছেন সেতু ভেঙে যাওয়ার পরে। এদিকে সেতু ভেঙে যাওয়ায় দুই প্রান্তের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যার ফলে দুই জেলার মানুষ চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন।  

নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার ওপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। শুক্রবার রাত থেকে সেতুর ওপর দিয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে। এর ফলে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের দাবি, বছর দুয়েক আগে গন্ধেশ্বরীর বন্যায় সেতুর একাংশ ভেসে গেলেও পরে জেলা পরিষদ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সেতু সংস্কার করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের দাবি, মেনে উঁচু সেতু নির্মানের ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন।  নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে ভারী বর্ষণ হয়ে চলেছে বাঁকুড়ায়। একটানা বৃষ্টিতে গন্ধেশ্বরী নদীর জলস্তর বাড়তে শুরু করে। গত কয়েক দিন ধরেই কার্যত ফুঁসছিল নদী। ক্রমশ বাড়তে থাকা জলস্তর শুক্রবার রাতে ছুঁয়ে ফেলে গন্ধেশ্বরী নদীর উপর নির্মিত, বাঁকুড়া থেকে মানকানালিকে সংযুক্ত করা সেতুকে। শনিবার সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বন্ধ হয়ে গিয়েছে ওই সেতুর ওপর দিয়ে বাস চলাচলও। এর জেরে বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের ১৪ থেকে ১৫টি গ্রাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মায়ের ঝাণ্ডার কি দাম! যে কড়াইয়ে রান্না করেন, তা মাথায় মারলে বুঝবি’

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

প্রচারে বেরিয়ে অন্য ভুমিকায় দেখা গেল বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থীকে  

‘INDIA জোটকে সঙ্গে নিয়ে মোদিকে তাড়াবোই, বিজেপিকে উৎখাত করবোই’, হুঙ্কার মমতার

আগামী দু-তিন পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম ভবনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর