এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টর্নেডো বিধ্বস্ত ৩টি গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্থরা পেলেন বাড়ি সারাইয়ের টাকা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্সে টর্নেডোর(Tornedo) ধাক্কায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটে। সেই ঘটনায় রাতেই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেখা করেছিলেন স্বজনহারাদের সঙ্গে। হাসপাতালে গিয়ে দেখা করে কথা বলে এসেছিলেন আহতদের সঙ্গে। এসেছিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। কিন্তু ওই ঝড়ের ঘটনার আগেই দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় এবং আদর্শ আচরণবিধি লাগু(Model Code of Conduct) হয়ে যাওয়ায় ঝড়ে মৃত এবং আহতদের জন্য কোনও ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির বাড়ি মেরামতির জন্য পরিবারপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের(ECI) কাছে। সেই আর্জি কমিশন খারিজ করে দিলেও পরে আংশিক ক্ষতিগ্রস্থ ও বেশি ক্ষতিগ্রস্থদের বাড়ি সারাইয়ের জন্য আর্থিক সাহায্যের কিছুটা হলেও অনুমোদন করে কমিশন।

কমিশনের নির্দেশ টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের জন্য যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্য সরকার তা৬দের আর্থিক সাহায্য বাবদ ৫ হাজার টাকা এবং যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদের জন্য ২০ হাজার টাকা করে দিতে পারবে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্য সরকার জলপাইগুড়ি জেলার(Jalpaiguri Distirct) ময়নাগুড়ি ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৬৩২টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে। এই ৬৩২টি পরিবারের মধ্যে ৪৪০টি পরিবারের ১জন করে সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বাকিরা পেয়েছেন ৫ হাজার টাকা করে। টর্নেডোর জেরে উত্তরবঙ্গের তিন জেলায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় ১৬০০। এর মধ্যে ৬৩২টি বাড়ির ক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক সাহায্য পাঠিয়ে দিয়েছে। বাকিদের ক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।  

টর্নেডোর জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্ণিশ এলাকা। এদিন সেখানেই সভা করতে চলেছেন অভিষেক। কিন্তু তার আগেই সেখানে পৌঁছে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। তাঁরা সরেজমিনে এলাকা ঘুরে দেখবেন। তৃণমূল সাংসদ, বিধায়কদের ওই প্রতিনিধিদল ময়নাগুড়ির হাল দেখে আগামী সোমবার ফের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, ‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের একটি প্রতিনিধি দল আসছে বার্নিশের ক্ষতিগ্রস্ত এলাকায়। যারা মানুষের অভাব অভিযোগের বিষয়ে শুনবেন। সে ব্যাপারে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। নির্বাচন কমিশনের কাছে আবেদনে কোনও ফল না হলে শীঘ্রই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ওই প্রতিনিশি দল যাবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর