এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চায়েত নির্বাচনের আগেই আধারযোগ ভোটার কার্ডে

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হতে চলেছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ইঙ্গিত দিয়েছেন যে সেই নির্বাচন এগিয়ে আসতে পারে। নবান্ন সূত্রেও জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে সেই নির্বাচন করিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে উৎসব মরশুম শেষ হলেই রাজ্য নির্বাচন কমিশন(Election Commission) পঞ্চায়েত ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে। ঠিক এই রকম অবস্থায় নির্বাচন কমিশন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এবার থেকে নতুন নাম তোলার সময়ে, ঠিকানা বদলের সময় এবং অনান্য সংশোধনের সময়ে ফর্মে আধার নম্বর(Aadhar Card) দিতে হবে। কেউ তা দিতে না চাইলে কেন তিনি তা দিচ্ছেন না সেটাও জানিয়ে দিতে হবে। তবে যাদের নাম আগে থেকেই ভোটার লিস্টে আছে তাঁদের ক্ষেত্রে ভোটার কার্ডের(Voter Card) সঙ্গে আধার যোগ এখনই বাধ্যতামূলক হচ্ছে না।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানোধ হয়েছে, ১ আগস্ট থেকে ৭, ১১, ১১এ এবং ১১বি ফর্ম বাদে অন্যান্য ফর্ম পূরণের সময় আধার নম্বর দিতে হবে। যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁদের জন্য বিশেষভাবে ৬বি ফর্ম আনা হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেউ আধার নম্বর না দিলে তাঁর নাম তোলা বা বাতিলের কাজ আটকাবে না। ঐচ্ছিক। নতুন করে নাম তোলা এবং এক বিধানসভা কেন্দ্র থেকে আরেক বিধানসভা কেন্দ্রে ঠিকানা স্থানান্তর করলে এতদিন একজন ভোটারকে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হতো। কিন্তু এবার এই ফর্ম স্রেফ নাম তোলার জন্য ব্যবহার করা যাবে। বিধানসভা কেন্দ্র স্থানান্তরের জন্য ৮ নম্বর ফর্ম পূরণ করতে হবে। এখন থেকে ৮ নম্বর ফর্ম ঠিকানা বদল, ভোটার তালিকায় নাম বা অন্যান্য তথ্যের সংশোধন, নতুন কার্ড, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হবে।

পাশাপাশি তাঁরা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য এবার থেকে ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। যদি ভোটার মারা গিয়ে থাকেন, তাহলে তাঁর ডেথ সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এছাড়াও সংশোধিত ফর্মে ‘ওয়াইফ’-এর পরিবর্তে ‘স্পাউস’ লেখা থাকবে। কমিশনের নির্দেশ, নতুন ফর্মের ব্যাপারে বুথ লেভেল অফিসার থেকে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। মূলত ভোটারের পরিচয় যাচাই করতেই এই উদ্যোগ বলে কমিশন জানিয়েছে। নতুন যে ফর্ম আনা হচ্ছে, তাতে রাজ্যের প্রধান ভাষা এবং ইংরেজি— দু’ভাবেই পূরণ করতে হবে। ফর্মে ভোটারের জন্ম তারিখ উল্লেখ করার পাশাপাশি তার প্রামাণ্য নথিও জমা দিতে হবে। বিশেষভাবে সক্ষম হলে, কত শতাংশ প্রতিবন্ধী, তা লেখার জায়গা থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

মেদিনীপুরের মাটি থেকে ‘গদ্দার’দের তীব্র আক্রমণ মমতার

‘সাংসদকে সরালেন কেন’ প্রার্থী বদল নিয়ে খোঁচা মমতার

‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে’, বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর