এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উচ্চমাধ্যমিকে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল সংসদ

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। পড়ুয়াদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ালো সংসদ। একাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি প্রশ্নের পরিকাঠামো নিয়েও ঘোষণা করেছে সংসদ। ২০১৯ সালের প্রশ্ন পদ্ধতি মেনে আগামী ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি পার্ট এ ও বি মিলিয়ে একটিই প্রশ্ন হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিকে পড়ুয়াদের রেজিস্ট্রেশন করার জন্য পৃথক জোন বা এলাকা ভাগ করেছে উচ্চমাধ্যমিক সংসদ। বৃহস্পতিবার সংসদের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গ,  মেদিনীপুর ও বর্ধমানে সংসদের আঞ্চলিক অফিসের অধীনে থাকা স্কুলগুলির পড়ুয়াদের রাত ১২টা থেকে পরের দিন বেলা ৩টে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। কলকাতা জোনের পড়ুয়াদের ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হবে বেলা ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত। দ্রুত রেজিস্ট্রেশনের কাজ সামলাতে সংসদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, দেরি হয়ে গেলে জরিমানা দিয়ে ২৮ অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। রেজিস্ট্রেশনের তালিকা সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বরের বদলে ৯ ডিসেম্বর করা হয়েছে।

উল্লেখ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে আগেই। আগামী ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২৭ মার্চ পর্যন্ত পর্যন্ত। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি সবিস্তার:

আগামী উচ্চমাধ্যমিকের সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১.১৫ পর্যন্ত। ১৪ মার্চ মঙ্গলবার রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি ও পঞ্জাবি। ১৬ মার্চ বৃহস্পতিবার হবে বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপাবি (বি), অল্টারনেটিভ ইংরেজি। ১৭ মার্চ শুক্রবার রয়েছে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা।

১৮ মার্চ শনিবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স। ২০ মার্চ সোমবার রয়েছে অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগরোনমি, ইতিহাস। ২১ মার্চ মঙ্গলবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। ২২ মার্চ বুধবার রয়েছে কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান।

২৩ মার্চ বৃহস্পতিবার রয়েছে পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ২৪ মার্চ শুক্রবার রয়েছে ইকোনমিক্স। ২৫ মার্চ শনিবার রয়েছে রসায়ন, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফরাসি। ২৭ মার্চ সোমবার রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনকে নালিশ সুকান্তের

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর