এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ঘূর্ণিঝড় আসছে না বাংলায়, তবে প্রভাব পড়বে আবহাওয়াই

নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে জন্ম নেওয়া নিম্নচাপ গত কয়েক দিনে ক্রমশ এগিয়ে এসেছে বঙ্গোপসাগরের(Bay of Bengal) এলাকায়। আর সেখানেই সে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের(Cyclone) চেহারা নিচ্ছে। শনিবার সকালেই সেই নিম্নচাপ সুস্পষ্ট গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। রবিবার বিকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। তবে মন্দের ভালো সে আসছে না বাংলার(Bengal) দিকে। তার অভিমুখ আপাতত উত্তর মায়ানমার(North Myanmar) উপকূল। আগামী বুধবার তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ১৫০কিমি বেগে সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উত্তর মায়ানমার উপকূলে। তার জেরে বাংলাদেশের(Bangladesh) চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাতেও প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে এখানকার আবহাওয়ায়(Weather) অবশ্যই প্রভাব পড়তে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে বাংলার পরিমণ্ডলে ততই দক্ষিণী হাওয়া ঢুকবে। ফলে বাতাসে ঠান্ডা হাওয়ার রেশ থাকবে। প্যাচপ্যাচে গরম মিলবে না। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশের ফলে আবহাওয়ার শুষ্ক ভাব চলে যাবে। কিন্তু তার মানে এই নয় যে বৃষ্টি হবে। আগামী কয়েকদিন তাই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে উপকূলবর্তী এলাকায় সামান্য ঝোড়ো হাওয়া দেবে। পাহাড়ে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে দিনে রোদের দাপট থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকাল ছিল দোল। ওই দিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পরিসংখ্যান বলছে মার্চের শেষের দিকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা আগেও হয়েছে। একাধিকবার ৪০ ডিগ্রিও ছুঁয়েছে শহরের তাপমাত্রা। আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে শহর কলকাতার পারা।  

রাজ্যের জেলাগুলিতেও পারা চড়ে চলেছে। সেখানেও সকাল এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব অনুভূত হত কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু এখন সেই আমেজও গায়েব হয়ে গিয়েছে। জেলাগুলিচতেও এখন ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। আগামী ২-৩ দক্ষিবঙ্গের জেলাগুলিতেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে ক্রমশ। এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতায় তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারের পরে আবার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাঁদের এদিন বিকালের মধ্যেই স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচন শেষে রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলতে ব্যস্ত কর্মীরা

হলদিয়াতে ভোট প্রচারে গিয়ে বিয়ের সম্বন্ধর প্রস্তাব পেলেন দেবাংশু , কিন্তু এখনই বিয়েতে নারাজ

কৃষ্ণনগরে স্ট্রং রুমের নজরদারিতে ঢিলে ঢালা ভাব, আসানসোলে বজ্র আঁটুনি

নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল, বাঁধ তৈরীর নামে দুর্নীতির অভিযোগ

এগরাতে বিজেপি – তৃণমূল সংঘর্ষ ,অবরোধ ,ঘটনাস্থলে পুলিশ

সবজির বস্তার আড়ালে পাচার বিদেশী মদ, উদ্ধার করল আবগারি দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর