এই মুহূর্তে




স্বস্তির বার্তা, রাজ্যে কবে কমবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। ক্রমেই শক্তি হারাচ্ছে নিম্নচাপ। এটি এখন ঘূর্ণাবর্ত হিসেবে উত্তর-পূর্ব বিহারে রয়েছে। তারফলে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।

গত শনিবার থেকে প্রবল বৃষ্টির কারণে রীতিমত বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। মিরিক ও নাগরাকাটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক সেতু। হলং, শিসামারা সহ একাধিক নদী ফুঁসছে। এখানে এই প্রশ্ন উঠছে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। এই আবহে স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন ভারী কিংবা অতি ভারী কোনও বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবার। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রামে দমকা হাওয়া বইতে পারে।

বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে স্বস্তির বার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পাশাপাশি বৃহস্পতিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

বদল ও বদলা দুটোই হবে, তৃণমূলকে স্পষ্ট হুংকার দিলেন শান্তনু ঠাকুর

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎ শিল্পীদের

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ