এই মুহূর্তে




মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: এলাকায় মদের আসর বসায়, নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ির ছেলেরা নেশা করে টাকা নষ্ট করছে। রাতে বাড়িতে ফিরে মা বাবার সাথে অশান্তি করছে। বউকে ধরে মারধর করছে। এলাকা থেকে মদের আসর উৎখাতের জন্য এবার রাস্তায় নামল প্রমিলা বাহিনী। তাদের দাবি বহিরাগতরা এলাকায় এসে পরিবেশ নষ্ট করছে। মদের ঠেক এলাকায় বন্ধ করার দাবিতে বালুরঘাট সদর আবগারি দফতর(Balurghat Excise Department) ও বালুরঘাট থানায়(Balurghat P.S.) দরবার করলেন গ্রামের মহিলারা। শনিবার দুপুরে বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের(Cengishpur Gram Panchayet) চক আন্ধারুর মহিলারা রাস্তায় নামলেন। চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মাহাতো জানিয়েছেন তার কাছেও এলাকার মহিলারা এসেছেন।

নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা উদ্যোগ নেওয়ার ডাক দিয়েছেন। তিনি মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। মহিলারা যখন স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন তখন তাদের সঙ্গে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুধাংশু বর্মন। তিনি জানান, গ্রামের মহিলারা সেখানকার পরিবেশ খারাপ হচ্ছে বলে তার কাছে অভিযোগ করেছে। রাতে অশান্তি প্রতিটি ঘরে ঘরে হচ্ছে। বাইরে থেকে লোকজন এসে গ্রামের পরিবেশ নষ্ট করছে। মহিলারা কেউ সন্ধ্যের পর বাজারহাট করতে বের হতে পারছেন না। নিরাপত্তার দাবিতে মহিলারা যখন প্রশাসনের কাছে যাচ্ছেন তিনি তো ঘরে বসে থাকতে পারেন না তাই তিনি নিজেও তাদের সঙ্গে সামিল হয়েছেন। ওই গ্রামের মহিলাদের পক্ষ থেকে অনিতা মন্ডল পারুল বর্মনরা জানিয়েছেন, মদ জুয়ার আসর ওই এলাকার পরিবেশ খারাপ করছে।

মহিলারা কেউ বাড়ির বাইরে বেরোতে পারছেন না। খারাপ কথা বলা হচ্ছে ।তাদের উদ্দেশ্যে তাই তারা বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বালুরঘাট থানার পক্ষ থেকে এবং বালুরঘাট সদর আবগারি দফতর আশ্বাস দিয়েছেন মহিলাদের খুব শিগগিরই তারা যৌথভাবে ওই এলাকায় লাগাতার অভিযান শুরু করবেন। এখানেই প্রশ্ন উঠছে গ্রামের মহিলাদের রাস্তায় নেমে প্রশাসনের দ্বারস্থ কেন হতে হল? স্থানীয় প্রশাসন নজরদারি কেন চালাবে না এলাকায়? আবগারি দফতরের দায়িত্ব হল এলাকায় বেআইনি মদের ঠেক বন্ধ করা। নজরদারি চালানো। সবকিছুই হবে প্রমিলা বাহিনী রাস্তায় নামার পর। কিন্তু কেনো?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের হয়রানি, ২০ ‘রোমিও’র মাথা ন্যাড়া করে শাস্তি দিলেন অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ