এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন’, প্রতিশ্রুতি অভিষেকের

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের(Purba Burdwan) কাটোয়ায়(Katwa) এদিন নির্বাচনী জনসভা সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)৷ তাঁর এদিনের বক্তৃতাতেও কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রসঙ্গ উঠে এসেছে। মোদিকে এদিন তোপ দেগেছেন তিনি CAA প্রসঙ্গ নিয়েও। তবে সঙ্গে দিয়েছেন গ্যারেন্টিও। পূর্ব বর্ধমান জেলার মানুষকে। বলেছেন, ‘বলেছিল ১৫ লাখ দেব। কেউ ১০ পয়সাও পায়নি। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটাও চাকরি দেয়নি। এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের ওপর প্রতিশোধ নিয়েছে। বাংলায় হারার পর কেন্দ্র এক পয়সাও দেয়নি। গরিবের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনবই। আমাদের সঙ্গে দেখাও করেনি। তবে আপনারা ভাববেন না, আপনাদের ছাদ আর বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে। এদের দয়া দাক্ষিণ্যের দরকার নেই। আমাদের জেতান। কথা দিয়ে যাচ্ছি, ৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন। আমি আমার কাঁধে তুলে নিচ্ছি দায়িত্ব। আমি ভেবে কথা বলি, কিন্তু কথা দিয়ে কথা রাখি।’

কাটোয়ার সভা থেকে এদিন অভিষেক মোদি সরকার ও বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নামে মোদিজি এক হাজার টাকা নিচ্ছে। আর দিদি লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার দিচ্ছে। ‘‘ভোট ব্যক্তিকে নয়৷ ভোট শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শর্মিলা সরকারকে নয়। ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসকে। কেউ দেখাতে পারলেন, কেন্দ্র সরকার আবাস যোজনায় টাকা দিয়েছে একুশের ভোটে হারের পরে! দেখালে আমি রাজনীতি ছেড়ে দেব। কোনও বিজেপি নেতা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আপনার ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন। ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর দু’বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদির? আপনার সমর্থন এমন কাউকে দেবেন না যার সঙ্গে বাংলার কোনও যোগাযোগ নেই। যদি প্রমাণ করতে পারেন ২০২১ এর পরে একটাও টাকা দিয়েছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

এরপরেই অভিষেক মুখ খোলেন CAA নিয়ে। কেন্দ্রজে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘CAA আইন পাশ করেছেন ২০১৯ সালে। নিয়মাবলি ফ্রেম করতে ৫ বছর লেগে গেল? এখন ভোটের আগে বলছেন, CAA করব। এটা আর একটা জুমলা। কবে নাগরিকত্ব পাবেন কেউ জানেন না। এই জুমলার ফাঁদে পা দেবেন না। আপনি ফর্ম ফিলাপ করুন, তারপরে আপনি কোথায় যাবেন, কার কাছ আবেদন করবেন, কিছু স্পষ্ট করে বলা নেই। এই CAA হল NRC-র প্রথম ধাপ। অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি NRC-র কবলে পড়েছে। অসমের মুখ্যমন্ত্রী নাম কী? হিমন্ত বিশ্বশর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। দল দেখে ধর্ম দেখে ভোট দেবেন না। কাজ দেখে ভোট দিন। আমি নবজোয়ার কর্মসূচীতে এই জেলায় এসেছিলাম। আপনারা বলে ছিলেন দাদা দেখেশুনে একটা ক্যান্ডিডেট দেবেন। আপনাদের কাটোয়ার মেয়েকেই প্রার্থী করেছি। উচ্চশিক্ষিত মার্জিত উনি। আপনারা প্রার্থী দেখে নিতে বলেছিলেন। কথা রেখেছি তো!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনকে নালিশ সুকান্তের

ভোট মিটলেই বাংলায় ১৩৪টি সেতু নির্মাণের পরিকল্পনা রাজ্যের

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর