এই মুহূর্তে




সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিমে রিচার্জ করা ঝক্কির কাজ হয়ে উঠেছে। একে তো প্রতি মাসে রিচার্জ করার সমস্যা রয়েছেই সেই সঙ্গেই মাঝে মধ্যে বাড়ে রিচার্জ প্ল্যানের দাম। এবার Airtel-এর গ্রাহকদের পকেটে পড়তে চলেছে টান। কারণ Airtel তাঁদের সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যানের তালিকা থেকে 189 টাকার রিচার্জ প্ল্যানটি তুলে নিচ্ছে। এখন থেকে গ্রাহকদের গুণতে হবে আরও বেশি টাকা। এবার 199 টাকা থেকে শুরু হবে এয়ারটেল এর সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান।

কিছুদিন পর্যন্ত ভারতী এয়ারটেল 189 টাকার প্ল্যানটি গ্রাহকদের জন্য রেখেছিল। তবে সেটাই এখন তুলে নেওয়া হচ্ছে। কিছু সময় পর্যন্ত প্রিপেইড গ্রাহকদের জন্য আনলিমিটেড প্ল্যানগুলি মধ্যে সবথেকে সস্তা ছিল 189 টাকার আনলিমিটেড প্ল্যানটি। যেখানে প্রিপেইড গ্রাহকদের আনলিলিমিটেড ভয়েস কলিং এবং SMS সুবিধা দিত। সেই একই সুবিধা এবার পেতে হলে 199 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। অর্থাৎ খসবে অতিরিক্ত টাকা।

কি কি সুবিধা রয়েছে 199 টাকার প্ল্যানে?

189-এর বদলে নতুন 199 টাকার প্ল্যানের সুবিধার মধ্যে পাওয়া যাবে 28 দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং 2GB ডেটা। ডেটা লিমিট শেষ হওয়ার পর চার্জ করা হবে 50 পয়সা/এমবি ডেটা ট্যারিফ। 199 টাকার পর সবচেয়ে কম দামের প্ল্যান হল 219 টাকার প্ল্যান। সংযোজনগুলি কিছু লোকের কাছে আকর্ষণীয় হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

কম দাম, দূর্দান্ত মাইলেজ, এই সস্তা গাড়িগুলিকে চিনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ