-273ºc,
Friday, 9th June, 2023 12:36 am
নিজস্ব প্রতিনিধি: এক এক করে ২৫ বছরে পা দিয়েছে তাঁর প্রতিষ্ঠা করা সংস্থা। আর সংস্থার রজত জয়ন্তী (Silver Jubilee)তে কর্মী এবং কর্মীদের পরিবারকে উপহার দিতে ৩০ কোটি টাকা খরচ করলেন ভারতীয় ব্যবসায়ী সোহান রায়। সংযুক্ত আরব আমিরাতের (UAE) শারজাহতে (Sharjah) অবস্থিত অ্যারিস গ্রুপ (Aries Group) কর্মচারীদের পিতামাতা, স্ত্রী এবং সন্তানদের এই বিপুল টাকার উপহার দিয়েছে।
অ্যারিস গ্রুপ (Aries Group) প্রতিষ্ঠাতা তথা সিইও সোহান রায় কর্মীদের উপহার দেওয়া প্রসঙ্গে বলেন, ‘এটি আমাদের সংস্থার জন্য তারা যা করছে তার জন্য ‘ধন্যবাদ’ বলার এটাই উপায়।’ তিনি আরও বলেন যে কর্মীরা সংস্থার সঙ্গে ৫ বছর কাজ পূর্ণ করেছেন তাদের পরিবারকে পুরস্কার দেওয়ার একটি প্রক্রিয়া তৈরি করেছে। তাঁর কথায় আমাদের সংস্থার ২৫ বছর পূর্তিতে আমরা কৃতজ্ঞ কর্মীদের দায়বদ্ধতা এবং দক্ষতার জন্য। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য যারা তাঁদেরকে সমর্থন করেছে।’
উল্লেখ্য এক দশকের বেশি সময় ধরে সংস্থাটি কর্মীদের বাবা-মায়ের জন্য ‘প্যারেন্টাল অ্যালাউন্স’ দিয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বোনাস অনন্য বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে সোহান রায় বলেন, কর্মীদের সাফল্যের পেছনে তাদের বাবা-মায়ের অবদান রয়েছে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।