এই মুহূর্তে




বর্ষায় আর বাইকের চাকা হড়কাবে না, এসে গেল যুগান্তকারী প্রযুক্তি




নিজস্ব প্রতিনিধি: ভারতের রাস্তায় দু-চাকাযাত্রীদের নিরাপত্তা বরাবরই এক বড় চ্যালেঞ্জ। প্রতিদিন বেড়ে চলা সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই বর্ষাকালে একটুতেই যে হারে বাইক আর স্কুটারের চাকা পিছলে যায়, তাতে প্রায় রোজই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে থাকে। সেই লক্ষ্যেই কেন্দ্র সরকার এবার দুই-চাকার সব যানবাহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক করতে চলেছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে দেশের প্রত্যেকটি নতুন মোটরসাইকেল ও স্কুটারে Anti-lock Braking System (ABS) বসানো বাধ্যতামূলক হতে চলেছে – এমনটাই জানিয়েছে কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক ( Ministry of Road Transport and Highways)

কী এই ABS?

ABS বা Anti-lock Braking System এমন একটি ব্রেকিং প্রযুক্তি যা আকস্মিক বা জোরালো ব্রেক কষার সময় বাইকের চাকাকে ‘লক’ হতে দেয় না। ফলে বাইকের সামঞ্জস্য বজায় থাকে, স্লিপ বা পিছলে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিশেষ করে বর্ষাকালে বা পিচ্ছিল রাস্তায় এই ফিচার কার্যকরী। হঠাৎ সামনে কিছু এলে বা রাস্তায় হোঁচট খাওয়ার আশঙ্কা থাকলে ABS চালকের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

বর্তমানে ABS-এর নিয়ম কী?

বর্তমানে ভারতীয় আইনে ১২৫ সিসির বেশি ক্ষমতার দু’চাকার গাড়িতে ABS বাধ্যতামূলক। কিন্তু দেশের প্রায় ৪৫% কমিউটার বাইক ও স্কুটারের ইঞ্জিন ক্যাপাসিটি ১২৫ সিসির কম। হিরো স্প্লেন্ডার, হোন্ডা শাইন, টিভিএস স্পোর্ট, বাজাজ প্লাটিনা ইত্যাদি জনপ্রিয় বাইক এই শ্রেণির। তাই এই বাইকগুলিতে এখনও ABS ফিচার নেই। নতুন নিয়ম চালু হলে ইঞ্জিন ক্যাপাসিটি নির্বিশেষে সব নতুন বাইক-স্কুটারে ABS লাগানো বাধ্যতামূলক হবে। অর্থাৎ ১০০ সিসি থেকে ৩৫০ সিসি বা তারও বেশি – সব শ্রেণির গাড়িতে এক প্রযুক্তি থাকবে, যা দুর্ঘটনার ঝুঁকি কমাবে অনেকটাই।

কেন জরুরি এই নতুন সিদ্ধান্ত?

ভারতের অধিকাংশ বাইকই ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম। এই গতিতে যদি হঠাৎ ব্রেক করতে হয়, ABS না থাকলে গাড়ি পিছলে যেতে পারে, ফলে ভারসাম্য হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নতুন নিয়ম চালু হলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে।

কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম?

MoRTH জানিয়েছে, আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। তার আগেই সমস্ত বাইক নির্মাতা সংস্থাকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, একইসঙ্গে হেলমেট সংক্রান্ত নতুন বিধিও ঘোষণা করা হবে। এই নতুন ABS বাধ্যতামূলক নিয়ম ভারতের সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এতে সাধারণ মানুষ আরও নিরাপদভাবে রাস্তা ব্যবহার করতে পারবেন, বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যের বাইক কেনেন, তাদের ক্ষেত্রেও উন্নত প্রযুক্তির সুরক্ষা আরও নিশ্চিত হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

বাজারে হাজির ট্রাম্ফের এই অসাধারণ মোটরসাইকেল, দাম শুনলে চোখে সর্ষেফুল দেখবেন

Infinix আনছে গেমিং-ফোকাসড স্মার্টফোন Hot 60 5G+, থাকছে AI বাটন

বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি কিনবেন? বাজার কাঁপানো সেরা ৩টি মডেলের খোঁজ রইল

Lava-র নয়া ফোন Blaze AMOLED 5G, রয়েছে প্রিমিয়াম ফিচার ও দারুণ ডিজাইন

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ