এই মুহূর্তে




ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

নিজস্ব প্রতিনিধিঃ শেষ ২০২৫ সালের দশম মাস অক্টোবর, আগামিকাল থেকে শুরু হবে নভেম্বর। আর পয়লা নভেম্বর পড়তেই ব্যাঙ্ক, জিএসটি, আধার এবং পেনশন, দেশের চার ক্ষেত্রে বেশকিছু নিয়মে বিরাট পরিবর্তন হতে চলেছে, বদলে যাচ্ছে অসংখ্য নিয়মকানুন। কী কী নিয়ম আপনাকে মানতে হবে, চটপট জেনে নিন? আগামি কাল থেকেই দেশের এই আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। যেগুলি আপনার ব্যাঙ্কিং কার্যক্রম, জিএসটি পেমেন্ট, আধার কার্ড আপডেট এবং পেনশন পদ্ধতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তবে সংস্কারগুলির মধ্যে কিছু প্রক্রিয়া আপনার জন্যে সহজ হবে, আবার কিছু প্রক্রিয়া সময়মতো অনুসরণ না করলে আপনাকে অতিরিক্ত খরচার দিকে ঠেলে দিতে পারে।

১. ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন

১ নভেম্বর থেকে, ব্যাঙ্কের নতুন নিয়মে যোগ হচ্ছে ৪ জন নমিনির নাম। অর্থাৎ এবার থেকে ব্যাঙ্কের গ্রাহকরা তাদের একক অ্যাকাউন্টের জন্য চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তিকে যোগ করতে পারবেন। অর্থাৎ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজনকে নমিনি করতে পারবেন। এমনকী গ্রাহকরা প্রতিটি মনোনীত ব্যক্তির জন্য নির্দিষ্ট শতাংশ শেয়ারও বরাদ্দ করতে পারবেন। তবে একটি নতুন ধারাবাহিক মনোনীত বৈশিষ্ট্য কার্যকর হবে, যা নিশ্চিত করবে যে যদি একজন মনোনীত ব্যক্তি মারা যান, তাহলে পরবর্তী মনোনীত ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ওই অ্যাকাউন্ট সক্রিয় করে রাখতে পারবেন। অ্যাকাউন্টের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার আওতাধীন ব্যাংকগুলিকে এই সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার নির্দেশ দিয়েছে। তবে অ্যাকাউন্ট খোলার জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়। যদি একজন মনোনীত ব্যক্তি মারা যান, তাহলে তাদের নির্ধারিত শেয়ার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

২. GST-এর নিয়ম পরিবর্তন

শুধু ব্যাংক নয়, ১ নভেম্বর থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থারও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। বর্তমান চার-স্ল্যাব কাঠামোটি একটি বিশেষ হার-সহ দুই-স্ল্যাব সিস্টেম দ্বারা প্রতিস্থাপিত হবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হবে, এবং বিলাসবহুল বা ক্ষতিকর পণ্যের উপর এখন থেকে ৪০ শতাংশেরও বেশি কর হার ধার্য করা হবে।

৩. শিক্ষাগত পেমেন্টের ক্ষেত্রে SBI কার্ডের চার্জ

১ নভেম্বর থেকে, এসবিআই কার্ড ব্যবহারকারীদের MobiKwik বা CRED এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে শিক্ষা-সম্পর্কিত পেমেন্টের ক্ষেত্রে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। পাশাপাশি SBI কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে ১,০০০ টাকার বেশি লোড করলেও ১ শতাংশ চার্জ দিতে হবে।

৪. আধার আপডেট ফি সংশোধিত

ভারতের অন্যতম প্রধান নাগরিকত্ব পরিচয়দাতা ‘আধার’ কর্তৃপক্ষ (UIDAI) অক্টোবর থেকে এক বছরের জন্য শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকার ফি-র ছাড় দিয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের জন্য, নাম, ঠিকানা বা মোবাইল নম্বরের মতো একাধিক বিবরণ আপডেট করার জন্য ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে, আর বায়োমেট্রিক পরিবর্তনের জন্য ১২৫ টাকা ধার্য করা হয়েছে। যার ফলে যাচাইয়ের জন্য নথি আপলোড না করেই অনলাইনে আপডেট করা যাবে।

৫. পেনশন ক্ষেত্রে কী পরিবর্তন?

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পেনশনভোগীদের নিরবচ্ছিন্ন পেনশন প্রদান নিশ্চিত করতে নভেম্বরের মধ্যেই তাদের জীবন শংসাপত্র (Life Certificate) জমা দিতে হবে। এমনকী যারা NPS থেকে UPS স্কিমে স্থানান্তর করার পরিকল্পনা করছেন তাদেরও নভেম্বরের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৬. পিএনবি লকার চার্জ সংশোধন করা হবে

এদিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তাদের লকার ভাড়া চার্জ কমাতে চলেছে। এবার থেকে লকারের আকার এবং বিভাগের উপর ভিত্তি করে চার্জ দিতে হবে। এই বিষয়ক তথ্য আগামী নভেম্বর মাসের মধ্যেই ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পরে তা কার্যকর হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

ফের কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা মধ্যপ্রদেশে, এবারে বলি ৬ মাসের কন্যাসন্তান

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ