এই মুহূর্তে




50MP পেরিস্কোপ ক্যামেরা আর AI ফিচার নিয়ে এল Nothing Phone (3)




নিজস্ব প্রতিনিধি: লন্ডনের প্রযুক্তি প্রতিষ্ঠান Nothing  গতকাল (১ জুলাই) ভারতীয় সময় রাত সাড়ে দশটায় লঞ্চ করেছে তাদের বহু প্রতীক্ষিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone-3 এবং প্রথম ওভার-ইয়ার হেডফোন Head (phones) 1।

কেন এত চর্চায় Nothing Phone (3)?

Nothing Phone (3) ইতিমধ্যেই টেক প্রেমীদের মনে উত্তেজনার সৃষ্টি করেছে তার “Glyph Matrix” ডিজাইন, Snapdragon 8s Gen 4 চিপসেট এবং ট্রিপল ৫০MP ক্যামেরা সিস্টেম-এর জন্য। এটি প্রথমবারের মতো 50MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স নিয়ে আসছে, যা 3X অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সামনে থাকছে একাধিক AI-চালিত ফিচার ও Nothing OS 3.5 ভিত্তিক Android 15।

স্পেসিফিকেশন এক ঝলকে:

  • ডিসপ্লে:
    6.7 ইঞ্চি LTPO OLED, 120Hz রিফ্রেশ রেট
  • প্রসেসর:
    Qualcomm Snapdragon 8s Gen 4
  • RAM + Storage:
    12 GB/256 GB ও 16 GB/512 GB
  • ক্যামেরা (রিয়ার):
    50MP প্রাইমারি + 50MP আল্ট্রাওয়াইড + 50MP পেরিস্কোপ
  • সেলফি ক্যামেরা:
    50MP
  • ব্যাটারি:
    5150 mAh, 100 Watt ফাস্ট চার্জিং + ওয়্যারলেস চার্জিং
  • ডিজাইন:
    ট্রান্সলুসেন্ট ব্যাক, ডট-LED “Glyph Matrix”
  • সফটওয়্যার সাপোর্ট:
    5 বছর Android আপডেট + 2 বছর সিকিউরিটি প্যাচ
  • অন্যান্য ফিচার:
    eSIM, AI টুলস, ডেডিকেটেড AI বাটন

দাম কত হতে পারে?

ভারতীয় বাজারে Nothing Phone (3)-এর সম্ভাব্য দাম ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে হতে পারে। তবে বেশ কয়েকটি সূত্রে জানা গিয়েছে, 12 GB/256 GB ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৬৮ হাজার টাকা আর 16 GB/512 GB ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৭৬ হাজার ৫০০  টাকা।  যদিও ভারতীয় ক্রেতাদের জন্য দাম কিছুটা কমিয়ে ৫৫ হাজারের আশেপাশে রাখা হতে পারে।

এছাড়াও, লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম Over-Ear Headphones, নাম Head(phones) 1। যদিও এখনও পুরো স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে দাম হতে পারে প্রায় ₹25,000। ধারণা করা হচ্ছে, এটি নাথিং-এর স্বচ্ছ ডিজাইন মোটোকেই অনুসরণ করে তৈরি হয়েছে।

Nothing Phone (3) নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম আলোচিত ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। AI ফিচার, শক্তিশালী ক্যামেরা এবং চমৎকার সফটওয়্যার সাপোর্ট— সব মিলিয়ে এটি একটি Future-ready Premium Smartphone।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা ১১ শতাংশ বেড়েছে

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

বাজারে হাজির ইয়ামাহার জনপ্রিয় বাইকের হাইব্রিড সংস্করণ, দাম মাত্র ১.৫ লক্ষ

অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ