এই মুহূর্তে




বাজারে আসছে OnePlus 13s, কী কী রয়েছে ফোনটিতে জানেন?

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে প্রায়ই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। নতুন নতুন ফিচার নিয়ে তৈরি হচ্ছে মুঠোফোন। একটার থেকে আর একটা আরও বেশি উন্নত করতে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আসছে। এবার নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস স্মার্টফোন গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি বছরে আাগামী ৫ জুন OnePlus 13s লঞ্চ করতে চলেছে সংস্থা। তবে নতুন ওয়ানপ্লাস ফোন বাজারে আসার আগে OnePlus 12 5G ফোনে দুর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত অফারে গ্রাহকরা এই স্মার্টফোন বাড়ি নিয়ে যেতে পারেন।

নতুন যে ফোনটি বাজারে আনছে তার কিছু স্পেসিফিকেশন স্পষ্ট করে জানিয়েছে। তারমধ্যে একটি হল সেলফি সেন্সর। OnePlus 13s চিনে লঞ্চ হওয়া রিব্র্যান্ডেড OnePlus 13T-র মতো ফ্রন্টে একটি ৩২ এমপি  সেন্সর থাকবে। এপ্রিল মাসে এই ফোন চিনের বাজারে এসেছে। চিনা ফোনটিতে ১৬ এমপি  সেন্সর রয়েছে। ভারতীয়রা সবসময় ফোনের ক্ষেত্রে ক্যামেরার প্রতি বেশি লক্ষ্য করে। ফোনে থাকবে একটি ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে। এটির স্ক্রিন ফ্ল্যাট হবে।

এই ফোনের ব্যাকে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই OnePlus 13s দ্বারা তোলা সেলফি পোস্ট করছেন। এইফোনে ৫০ এমপি ডুয়েল সেন্সর থাকবে বলে জানা গিয়েছে। একটি 50MP Sony IMX906 সেন্সর এবং অন্যটি 50MP JN5 2x  টেলিফটো সেন্সর থাকবে।

আরও জানা গিয়েছে, নতুন ওয়ানপ্লাস ফোনে একটি ‘প্লাস কি’ থাকতে চলেছে। ‘প্লাস কি’ একটি কাস্টোমাইজেবল ফিচার। এটি মূলত কাজ করবে অ্যালার্ট স্লাইডার, ব্রাইটনেস কন্ট্রোল এবং এক ক্লিকে এআই ফিচার অ্যাকসেস বাটন হিসেবে। কালো, সবুজ এবং গোলাপি এই তিন রঙে ভারতে ফোনটি লঞ্চ হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ