এই মুহূর্তে




দেদার ছাড়! কোথায় পাবেন ৭ হাজারের নিচে Samsung Galaxy-র স্মার্টফোন?

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। ১০ হাজার টাকার কমে ফোন কিনতে চাইলে Samsung Galaxy-র এই ফোনটি কিনতে পারেন। এখন চলছে Amazon Great Indian Festival সেল। এখান থেকেই খুব সস্তায় কিনতে পারবেন ফোন।

খুব কম বাজেটে পাওয়া যাবে Samsung Galaxy M07। এই ফোনের ফোনের দাম ৭০০০ টাকার কম। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি মতো ফিচার । অ্যামাজনে সেল চলার জন্য Samsung Galaxy M07-র ৪ জিবি RAM+64GB স্টোরেজের ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৬৯৯৯ টাকায়। কেউ যদি একবারে টাকা দিয়ে কিনতে না পারেন, তাহলে ইএমআই দিয়েও কেনা যেতে পারে। পাশাপাশি পুরানো ফোন অক্সচেঞ্জ অপশনও রয়েছে। সেখানে ফোনের দাম ৬৬০০।

এই ফোনের ফিচারের কথা তুললে বলা হয়, এতে রয়েছে  ৪জি সাপোর্ট করে। ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং এইচডি প্লাস রেজোলিউশন সহ ৬.৭-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে ফোনটি MediaTek Helio G99 চিপসেটে কাজ করে। এটি সফ্টওয়্যার Android 15-এ চলে। সংস্থার দাবি, ৬টি Android OS আপগ্রেড এবং ৬ বছরের নিরাপত্তা প্যাচ আপডেটের জন্য যোগ্য। এই ফোনে রয়েছে ৫ হাজার মেগাহার্জ  ব্যাটারি রয়েছে যার ২৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সল প্রাইমারি রায়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সলের সেকেন্ডারি ক্যামেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Post Office-র এই স্কিম ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মাসিক ১,০০০ টাকা জমিয়ে হোন লাখপতি

হাসিনাকে ‘একঘরে’ করতে এবার টেলিগ্রাম-সহ দুই অ্যাপ নিষিদ্ধ করছে ইউনূস সরকার

7000mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা সহ অবিশ্বাস্য দামে আসছে Realme ফোন

থ্রিডিতে মা দুর্গা, সৌজন্যে প্রিন্টিং ল্যাব

Gen 5 চিপসেট সহ প্রথম ফোন বাজারে আনছে OnePlus 15, কী রয়েছে?

চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগ দিল ভারত, চালু ‘স্বদেশী’ 4G নেটওয়ার্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ