এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১০ থেকে ২০জন IPS অফিসার পেতে চলেছে বাংলা

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের(Central Home Ministry) তথ্য বলছে ২০২২ সালের ১ জানুয়ারিতে নেওয়া পরিসংখ্যান অনুসারে গোটা দেশে ৮৬৪টি IPS আধিকারিকদের পদ(IPS Officer Post) ফাঁকা। সেই শূন্যস্থান যথাযথ সময়ে পূরণ না হওয়ার জন্য অনেক রাজ্যেই প্রশাসনিক জটিলতে দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও অসুবিধা হচ্ছে। সেই সব রাজ্যের মধ্যে বাংলাও(Bengal) আছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলায় ৩৪৭ জন IPS আধিকারিক থাকার কথা। কিন্তু সেই জায়গায় এখন বাংলায় রয়েছেন ৩০২জন IPS র‍্যাঙ্কের পুলিশ আধিকারিক। তার মধ্যে আবার ৭জন সেন্ট্রাল ডেপুটেশনে রয়েছেন। তাই রাজ্যে পুলিশ প্রশাসনেও সমস্যা রয়ে গিয়েছে। এই নিয়ে বার বার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার জেরেই এবার নড়চড়ে বসেছে কেন্দ্র সরকার। হয়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমিতে(Hydrabad Sardar Ballabhbhai National Police Academy) ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে ২০২২ ব্যাচের ২৮৬ জন হবু IPS অফিসারের ট্রেনিং পর্ব শুরু হয়েছে। আশা করা হচ্ছে ২০২৪ সাল নাগাদ সেই ব্যাচের ১০ থেকে ২০ জন আধিকারিক বাংলায় পোস্টিং পেতে চলেছেন। 

আরও পড়ুন বাংলার অষ্টমির বাউন্সারে কুপোকাত খোদ প্রধানমন্ত্রী

দেশজুড়ে আইপিএস ক্যাডারের ঘাটতি মেটাতে মোদি সরকার ২৮৬ জন হবু IPS অফিসারের ট্রেনিং পর্ব চালু করেছে। এত বড় সংখ্যক IPS Exam পাশ করা যুবক-যুবতিকে ট্রেনিংয়ে পাঠানো এক সর্বকালীন রেকর্ড। স্বাধীনতার পর ১৯৪৮ সালে IPS ক্যাডার পদের জন্মলগ্ন থেকে এই প্রথম একটি ব্যাচে এত বিপুল সংখ্যক IPS হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছেন। সফলভাবে আগামী ২৬ মাসের ট্রেনিং শেষ করার পর এই ২৮৬ জন IPS অফিসারকে বাংলা সহ দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। সেই সূত্রেই বাংলায় ২০২৪ সালে ১০ থেকে ২০ জন IPS আধিকারিক পোস্টিং পাবেন বলেই জানা গিয়েছে। এমনিতে পাঁচ বছর অন্তর IPS ক্যাডার রিভিশন মিটিং হওয়ার কথা। এই মিটিংয়ে রাজ্যগুলির আইপিএস অফিসারের সংখ্যা পর্যালোচনা করে বাড়ানো হয়। কিন্তু কোভিডের জন্য ২০১৬ সালের পর এই মিটিং হয়নি। চলতি জানুয়ারি মাসে দিল্লিতে এই মিটিং হওয়ার কথা। এবারের মিটিংয়ে পশ্চিমবঙ্গের আইপিএস সংখ্যা বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন মোদির অটল পেনশন যোজনায় ভরসা মমতার বাংলার, নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডার

তবে সব থেকে বড় কথা কেন্দ্রের এই পদক্ষেপে উপকৃত হতে চলেছে বাংলা। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু নতুন জেলা ও পুলিশ কমিশনারেট তৈরি করেছেন। তার মধ্যে যেমন আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মতো একাধিক নতুন জেলা রয়েছে তেমনি রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, হাওড়া পুলিশ কমিশনারেট, চন্দননগর পুলিশ কমিশনারেট, আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেট ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পাশাপাশি রাজ্যে প্নেক পুলিশ জেলাও তৈরি হয়েছে। আগামী দিনে তিনি যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো অপেক্ষাকৃত বড় জেলাগুলি ভেঙে নতুন জেলা তৈরির পরিকল্পনা নিয়েছেন তেমনি মেদিনীপুর-খড়গপুর পুলিশ কমিশনারেট গড়ার পরিকল্পনাও নিয়েছেন। কিন্তু নতুন জেলা বা নতুন পুলিশ জেলা কিংবা নতুন পুলিশ কমিশনারেট তৈরি মানেই আরও বেশি সংখ্যক IPS আধিকারিকের চাহিদা। সেই চাহিদা পূরণ না হলে এই নতুন জেলা বা নতুন পুলিশ কমিশনারেট গড়ে তা চালানো খুব কঠিন। কিন্তু কেন্দ্রের তরফে IPS আধিকারিক পাঠানো হলে অবশ্যই সেই সমস্যার সমাধান হবে। আপাতত অবশ্যই সেই দিনের জন্য অপেক্ষা করতেই হবে। তবে মুখ্যমন্ত্রী সরব হতে যে কেন্দ্র নড়েচড়ে বসেছে সেটা স্বীকার না করলেই নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচন শেষে রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলতে ব্যস্ত কর্মীরা

হলদিয়াতে ভোট প্রচারে গিয়ে বিয়ের সম্বন্ধর প্রস্তাব পেলেন দেবাংশু , কিন্তু এখনই বিয়েতে নারাজ

কৃষ্ণনগরে স্ট্রং রুমের নজরদারিতে ঢিলে ঢালা ভাব, আসানসোলে বজ্র আঁটুনি

নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল, বাঁধ তৈরীর নামে দুর্নীতির অভিযোগ

এগরাতে বিজেপি – তৃণমূল সংঘর্ষ ,অবরোধ ,ঘটনাস্থলে পুলিশ

সবজির বস্তার আড়ালে পাচার বিদেশী মদ, উদ্ধার করল আবগারি দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর