এই মুহূর্তে




হঠাৎ গিরিরাজ সিংহের সঙ্গে বৈঠক, তবে কী বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অক্ষরা?

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে বৈঠক, তবে কী এবার বিহারের বিধানসভা নির্বাচনের বিজেপির অন্যতম মুখ ভোজপুরি সুপারস্টার অভিনেত্রী অক্ষরা সিংহ? যদিও বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বেশিরভাগ ক্ষেত্রে ভক্তদের পছন্দের তারকারা নির্বাচনের মুখ হন। যাতে পাবলিকের আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন দল। যাই হোক, আগামী ৬ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। ২০২৫ সালের ভোট হবে দুই দফায়। ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। ১৪ নভেম্বর ফলফাল। তার আগেই প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নেমেছে দলগুলি।

বোঝাই যাচ্ছে, নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিহারের রাজনৈতিক অঙ্গনে নতুন মুখের আবির্ভাব ঘটতে চলেছে। গায়িকা মৈথিলী ঠাকুরের পর এবার শোনা যাচ্ছে, বিখ্যাত ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী অক্ষরা সিংহ বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সম্প্রতি অক্ষরা সিংহ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করেছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেছেন, ‘গিরিরাজ সিং জির আশীর্বাদ পেলাম।’ এরপর থেকেই চর্চা শুরু হয়েছে যে, সম্ভবত অক্ষরা সিংহ এবার বিহারে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের আগে, ভোজপুরি চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন নাম রাজনীতিতে প্রবেশ করেছেন। লোকশিল্পী মৈথিলী ঠাকুর বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করেছেন। মনে হচ্ছে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেছেন, “আমার আত্মা বিহারের সঙ্গে যুক্ত এবং আমি বিহারের জনগণের সেবা করতে চাই।”

এছাড়া ভোজপুরি চলচ্চিত্র অভিনেতা পবন সিংহ বিজেপিতে ফিরেছেন। গায়ক ও অভিনেতা রীতেশ পান্ডেও প্রশান্ত কিশোরের দল জন সুরজে যোগ দিয়েছেন। আলোচনা চলছে যে বিখ্যাত গায়ক রাধেশ্যাম রসিয়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এই তালিকায় ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যিনি সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। তবে তিনি রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘স্বর্ণাক্ষরে লেখা নাম’, রতন টাটার মৃত্যুবার্ষিকীতে ইন্টারনেট ছেয়ে রইল শ্রদ্ধাঞ্জলি বার্তায়

‘মর্মাহত’: আদালতে জুতো ছোঁড়া নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান বিচারপতি

ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

অফিস ভাঙচুরের নতুন ভিডিও তুলে ধরে অভিযোগ দায়ের তৃণমূলের

আরজেডি ক্ষমতায় এলেই সরকারি চাকরি, ভোটের আগে বড় ঘোষণা তেজস্বীর

রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা, সারগোধা ডাল মাখানি থেকে বালাকোট তিরামিসু, ভাইরাল বায়ুসেনার অনুষ্ঠানের মেনু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ