এই মুহূর্তে




অফিস ভাঙচুরের নতুন ভিডিও তুলে ধরে অভিযোগ দায়ের তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের অফিস ভাঙচুরের নতুন ভিডিও তুলে ধরে অভিযোগ দায়ের প্রতিনিধিদলের। আগরতলায় তৃণমূল অফিস ভাঙচুর হয় মঙ্গলবার। তারপরেই তৃণমূলের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়ে কথা বলতে অ্যাডিশনাল পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। হাজির ছিলেন সুস্মিতা দেব, সায়নী ঘোষ, কুনাল ঘোষ, বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা।

বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পর আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৮ অক্টোবর বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। আগরতলা পৌঁছাতেই দেখা দেয় সমস্যা। ১২ টা নাগাদ পৌঁছান তাঁরা। তারপর সময় পেরোলেও তৃণমূল সদস্যরা বেরোতে পারেননি। বাধ্য হয়ে আগরতলা বিমানবন্দরে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। ধর্নায় ছিলেন কুনাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, সুদীপ রাহারা। অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলকে পুলিশ বাধা দিয়েছে বিমানবন্দর থেকে বেরোতে।

বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূল সদস্যদের। তাঁদের অভিযোগ ছিল চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি হুমকি দিয়েফিরিয়ে দিয়েছে পুলিশ। পার্টি অফিসে যাওয়ার জন্য প্রিপেড ট্যাক্সি বুকিং করা হলে পুলিশ তাঁদের বাধ্য করে বাতিল করতে। বাধ্য হয়ে আগরতলা বিমানবন্দরের সামনের রাস্তায় বসে পড়েন তৃণমূল নেতৃবৃন্দ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলাজনিত কিছু সমস্যার কারণেই তৃণমূল নেতাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সে বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে ত্রিপুরা পশ্চিমের ASP বলেন, ” তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সে বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। ওরা একটি গাড়ি ডেকেছিলেন। পরে তো নিজেরাই যেতে চাইছেন না। ত্রিপুরা সরকারের সঙ্গে প্রশাসনিক সমন্বয়ের অভাব রয়েছে।”

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এরপর বলেন পুলিশ গাড়ির ব্যবস্থা না করলে তাঁরা হেঁটে পার্টি অফিসে যাবেন। দুপুর দু’টোর দিকে তৃণমূল সদস্যরা হাঁটা শুরু করলে পুলিশ তাঁদের অনুরোধ করে আর একটু সময় অপেক্ষা করতে। কুণালরা জানান, তাঁরা ১০ মিনিটের বেশি অপেক্ষা করবেন না। ১০ মিনিটের মধ্যেই তৃণমূল প্রতিনিধিদলের জন্য আসে গাড়ি। পুলিশই ব্যবস্থা করে দুটি গাড়ির। অবশেষে সেই গাড়ি করে ৬ জনই রওনা দেন ত্রিপুরার তৃণমূল কার্যালয়ের দিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

শীর্ষ নেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অন্ধ্রের জঙ্গলে আরও ৭ মাওবাদী নিকেশ

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ