এই মুহূর্তে




নীতীশের হিজাব টেনে খোলার ঘটনায় গর্জে উঠলেন জাভেদ আখতার, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে পটনায় একটি সরকারি অনুষ্ঠানে মুসলিম তরুণী চিকিৎসকের বোরকা বা হিজাব টেনে খুলে দিয়েছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর এই বিকৃত আচরণে চটেছে গোটা সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি রাজনৈতিক মহলও সরব। দাবি উঠেছে, ওই মহিলার বোরকা টেনে খুলে মুসলিম ধর্মকে অপমান করেছেন নীতীশ কুমার। এমন উচ্চস্তরের একজন ব্যক্তির কাছ থেকে এমনটা আশা করা যায় না হলে দাবি তুলেছেন একাধিক বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ধুম উঠেছে। এবার এই ঘটনায় গর্জে উঠলেন প্রখ্যাত চিত্রনাট্যকার-গীতিকার জাভেদ আখতারও। মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ হয়ে নীতীশের এই বিকৃত আচরণকে বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন তিনি। যেকোনও অন্যায় দেখলেই প্রতিবাদী হয়ে ওঠেন জাভেদ আখতার। এক্ষেত্রেও অন্যথা হল না।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক্স-এ একটি পোস্ট করে তিনি বলেছেন, ধর্মীয় রীতিনীতি নিয়ে তাঁর নিজস্ব মতামত থাকলেও, ওই অনুষ্ঠানে যা ঘটেছিল তা তিনি কখনই সমর্থন করেন না। কোনও মহিলার ব্যক্তিগত স্থান বা স্বায়ত্তশাসন লঙ্ঘন করতে কেউ পারেনা। অবশ্যই এই ঘটনার জন্যে বিহারের মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইতে হবে। তিনি আরও লিখেছেন, “যারা আমাকে খুব অল্প কথায় চেনেন, তারা জানেন যে আমি মুসলিম ‘পর্দা’র ঐতিহ্যবাহী ধারণার কতটা বিরোধী, কিন্তু এর অর্থ এই নয় যে, একজন মুসলিম মহিলা চিকিৎসক এর সঙ্গে নীতিশ কুমার এমন কিছু করতে পারেন! তিনি যা করেছেন তা আমি কল্পনাতীত। আমি এর তীব্র নিন্দা জানাই।” এর আগে এই ঘটনার জন্যে ক্ষমা চাওয়ার দাবী তুলে নীতীশ কুমারকে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, সময় থাকতে তিনি ক্ষমা না চাইলে নীতীশকে ফল ভোগ করতে হবে। এর আগে বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমও নীতীশ কুমারের বিরোধিতা করেছিলেন।

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকিৎসক দের হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। আনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। সবই ঠিকঠাক ছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই তরুণী চিকি‍ৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন তিনি। তার পরে সবাইকে চমকে দিয়ে তরুণীর হিজাব টেনে খুলে দেন তিনি। যাতে তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়েন। তবে মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। মুখ্যমন্ত্রীর এই কুকীর্তির ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নীতীশের তুলোধনা শুরু করেন নেটিজেনরা। অনেকেই মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে ব্যক্তিগত সীমা লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে এখনও এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ক্ষমা বা বিবৃতি জারি করেননি নীতীশ কুমার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ‘‌চায়ে পে চর্চা’‌, কী নিয়ে আলোচনা হল?‌

শুটিংয়ে গিয়েই প্রসব যন্ত্রণা, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ভারতী সিংহ, ছেলে হল না মেয়ে?

স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

দুই পরিবারের বিবাদে খুন ব্যক্তি, শরীরে মিলল ৬৯টি গুলি, সুপারি কিলার দিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ

তিনের বদলে রাজকুমার হিরানির ছবিতে ‘৪ ইডিয়টস’, আমির-শরমন-মাধবনের নতুন সঙ্গী কে?

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ