এই মুহূর্তে




হায়দরাবাদে গানের অনুষ্ঠানে অভিনেত্রী নিধিকে চরম হেনস্থা, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ‘দ্য রাজা সাব’ গানের লঞ্চ ইভেন্ট থেকে বেরোনোর সময় গণপিটুনি এবং চরম মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী নিধি আগরওয়াল। ছবিতে সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন নিধি আগরওয়াল। বুধবার (১৭ ডিসেম্বর) হায়দরা বাদের লুলু শপিং মলে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু অনুষ্ঠান থেকে বেরোনোর সময়ে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্যে তাঁকে রীতিমতো ঘিরে নেয় সেখানে থাকা দর্শকরা। অভিনেত্রী ঘটনাস্থল থেকে বেরোনোর জন্যে অনেক চেষ্টা করতে থাকেন। কিন্তু লোকজন অভিনেত্রীকে ঘিরে নেয়, তাঁকে ধরে টানা-হিঁচড়া করেন। তাঁর পোশাক টেনে ছিঁড়ে দেন। রীতিমতো মারধর করতে উদ্যত হন। অবশেষে নিরাপত্তারক্ষীরা অভিনেত্রীকে রক্ষা করে তাঁকে গাড়ি পর্যন্ত দেয়। লোকজনের হাত থেকে কোনক্রমে বেঁচে গাড়িতে উঠে এলাকা ছাড়েন নিধি।

এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে মলের সিকিউরিটি এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে দোষারোপ করেছেন। কেননা সেখানে সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল। যার স্বীকার হতে হয়েছে অভিনেত্রীকে, তাঁর মৃত্যুও হতে পারত। অবশেষে এই ঘটনার জের পৌঁছল থানা পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুকাটপল্লি হাউজিং বোর্ড (কেপিএইচবি) পুলিশ লুলু মলের ব্যবস্থাপনা এবং একটি প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে। পুলিশের মতে, লুলু মলে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তদের বিশাল ভিড় জমে ছিল, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুতর লঙ্ঘন ঘটে। ভাইরাল হওয়া ঘটনার ভিডিওগুলিতে দেখা গিয়েছে, ভক্তরা অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার এবং তার সঙ্গে কথা বলার জন্য তাকে ঘিরে ধরেছিলেন। যা থেকেই বেরোনোর জন্যে রীতিমতো হিমশিম খেতে হয় নিধি আগরওয়ালকে। এর আগে কেপিএইচবি পরিদর্শক এস রাজশেখর রেড্ডি নিশ্চিত করেছিলেন যে, আয়োজকরা অনুষ্ঠান পরিচালনার জন্য থানার কোনও অনুমতি নেননি।

অনুমতি ছাড়া অনুষ্ঠানটি করার জন্য মল কর্তৃপক্ষ এবং অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও নিধি বা ‘দ্য রাজা সাব’-এর নির্মাতারা কেউই এই ঘটনা সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। অভিনেত্রী নিধি বলিউডে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন টাইগার শ্রফের বিপরীতে মুন্না মাইকেলের মাধ্যমে। এছাড়া তিনি আইস্মার্ট শঙ্কর, ঈশ্বরন এবং হরি হারা ভিরা মাল্লুর চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মারুথি পরিচালিত, দ্য রাজা সাব-এ প্রভাস মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং এটি ৯ জানুয়ারী, ২০২৬ তারিখে মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর ‘‌চায়ে পে চর্চা’‌, কী নিয়ে আলোচনা হল?‌

শুটিংয়ে গিয়েই প্রসব যন্ত্রণা, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ভারতী সিংহ, ছেলে হল না মেয়ে?

স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

দুই পরিবারের বিবাদে খুন ব্যক্তি, শরীরে মিলল ৬৯টি গুলি, সুপারি কিলার দিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ

তিনের বদলে রাজকুমার হিরানির ছবিতে ‘৪ ইডিয়টস’, আমির-শরমন-মাধবনের নতুন সঙ্গী কে?

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ