এই মুহূর্তে




দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ১৫ বছরের শিল্প উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই দুর্গা অঙ্গনের শিলান্যাস নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর এই দুর্গা অঙ্গনের শিলান্যাস হবে বলে জানিয়েছেন তিনি।

২১ জুলাই-এর মন্ত্র থেকে দুর্গা অঙ্গন নির্মাণ করার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে বাণিজ্য সম্মেলনের মঞ্চে শিলান্যাস কবে হবে তার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন আগামী ২৯ ডিসেম্বর এই অনুষ্ঠান হতে চলেছে। হিডকো বিকেল ৪টে নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজকে সম্মান জানিয়ে তৈরি করা হচ্ছে এই দুর্গা অঙ্গন। এই শিলান্যাস অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে ডিসেম্বর মাসেই নিউটাউনে শুরু হয়ে যাবে এই দুর্গা অঙ্গন তৈরির কাজ। নবান্নের পক্ষ থেকে সেই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বরের কোনও একদিন শিলান্যাস হবে তা বলা হয়েছিল। অবশেষে সেই দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বানিজ্য সম্মেলনের মঞ্চকেই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন দিন ঘোষণার জন্য। এদিন তিনি আরও বলেছেন, তিনি বলেছেন, বাংলা এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব। কে বলে পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা নেই? কিছু মানুষ শুধুই পশ্চিমবঙ্গের বদনাম করে। বিনিয়োগে বাংলা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে।তাঁর কথায়, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ২ কোটি কর্মসংস্থান হয়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে রয়েছে বাংলা। দেউচা-পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এদিন তার কথায় উঠে এসেছে বাংলার একাধিক প্রকল্পের কথায়। সেখানে রয়েছে লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রী, শিক্ষাশ্রীর কথা। সবকিছুতে কেন্দ্র হস্তক্ষেপ করে, ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নাম না করে এদিন কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

থানার মেজবাবুর পরিচয়ে কাউন্সিলরের সঙ্গে প্রতারণা, ধৃত ৪

মাইক্রো রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন, কেন এমন পদক্ষেপ?‌

স্বস্তিতে মহুয়া, ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

বালিভর্তি ডাম্পারের ধাক্কায় ছিটকে রাস্তায়, মৃত্যু সাইকেল আরোহীর

যুবভারতী কাণ্ডে শতদ্রুর রিষড়ার বাড়িতে হানা বিধাননগর পুলিশের

সোয়েটার–টুপি পরে শীতের রাতে ধর্নায় তৃণমূল সাংসদরা, মনরেগায় মহাত্মার নাম মোছার প্রতিবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ