এই মুহূর্তে




ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি: ভালো-খারাপ মিশিয়ে শেষ হতে চলল ২০২৫ সাল। এই বছর দেশবাসী যেমন বহু ভালো মুহূর্তের সাক্ষী থেকেছে তেমননি বেশ কয়েকটি খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। চলতি বছরেই ঘটে গিয়েছে হাড়হিম করা বেশ কয়েকটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছে সম্পর্কের সমস্ত সমীকরণ। মানুষ কাকে বিশ্বাস-ভরসা করবে সেই প্রশ্নই উঠেছে । সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে পুরুষদের নিরাপত্তা নিয়েও।  ঠিক কি কি সাড়া জাগানো অপরাধ হয়েছে দেখে নিন এক নজরে।

নিল ড্রামে দেহ

উত্তরপ্রদেশের মেরঠে মুসকান তাঁর প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল। তারপরেই একসঙ্গে হোলি উদযাপন করে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া নীল ড্রামের রিল ভরে যায়।

সুপারি দিয়ে স্বামীকে খুন

মিরাটের ঘটনার কিছুদিন পরেই উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার ঘটনা মেয়েদের প্রতিহিংসার আগুনে ঘি ঢালে। প্রেমিক থাকা সত্ত্বেও নিজের অমতে জোর করে বিয়ে দেওয়ার মাত্র ১৫ দিন পরে প্রগতি যাদব নামের এক তরুণী প্রেমিক অনুরাগের সঙ্গে মিলে তার স্বামী দিলীপ যাদবকে হত্যার ষড়যন্ত্র করেন। দু’জনে মিলে রামাজি চৌধুরি নামে এক জন সুপারি খুনিকেও ভাড়া করে। রামাজিকে খুনের জন্য অগ্রিম দু’লক্ষ টাকা দিয়েছিলেন।

মেঘালয়ে মধুচন্দ্রিমায় খুন

ইন্দোরের রাজা রঘুবংশীকে খুন করে তারই স্ত্রী। মেঘালয়ের শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে সোনম রঘুবংশী তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে তার স্বামী রাজাকে খুন করে। এই মামলাটি “হানিমুন হরর” হিসেবে ভাইরাল হয়ে যায়।

অতুল সুভাষের যন্ত্রণা

অতুল সুভাষের সুইসাইড নোট ঝড় তুলেছিল। এই ঘটনা অনেক পুরুষকেই তাঁদের হৃদয়ের যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেন। অতুল একটি ২৩ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। সেই সঙ্গে দেড় ঘণ্টার একটি ভিডিও নেট মাধ্যমে পোস্ট করেছিলেন। বিয়ের শুরু থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ। একের পর এক মামলা করার কথা বলেন। খোরপোশের নামে কোটি কোটি টাকা দাবির অভিযোগ আনেন স্ত্রীর বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে, টিসিএস কর্মচারী মানব শর্মাও আত্মহত্যার আগে একটি ভিডিও তৈরি করেছিলেন

এই সমস্ত ঘটনার পর ইনস্টাগ্রাম থেকে টুইটার এবং ফেসবুকে #MenToo আন্দোলন শুরু হয়। কেউ কেউ এই নিয়ে মিম তৈরি করছিল, আবার কেউ কেউ বিতর্কের পরিবেশ তৈরি করে। অনেকেই প্রশ্ন তোলেন নারীর অধিকার রক্ষার জন্য তৈরি ৪৯৮এ-এর মতো আইন কি এখনই সংশোধন করা উচিত? তবে NCRB-এর তথ্য এখনও স্পষ্টভাবে প্রমাণ করে যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এখনও অনেক বেশি। ২০২৩ সালে, পারিবারিক সহিংসতা, যৌতুক এবং ধর্ষণের ৪.৪৮ লক্ষ মামলা নথিভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, #MenToo-এর মতো আন্দোলন পুরুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছে, তবুও এগুলি হঠাৎ করে মহিলাদের বিরুদ্ধে প্রাচীন সহিংসতাকে অস্বীকার করতে পারে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি

‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

‘‌মুখে প্রস্রাব করে দেব’‌, রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ মহিলা পুলিশ অফিসারের

চারজন গাঁজা আসক্ত নাবালক পরিযায়ী শ্রমিকের উপর নির্মম হামলা করল, তুলল ভিডিও

বিয়ের মণ্ডপে চরম বিভ্রাট! সিঁদুর আনতে ভুলে গেলেন কনেপক্ষ, মুশকিল আসান করল ‘ব্লিঙ্কিট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ