এই মুহূর্তে

কপালে তিলক দিতে দেরি, রাগে পুজোই দিলেন না দিলীপ

নিজস্ব প্রতিনিধি, গুসকরা : গুসকরায় রটন্তীকালী মন্দিরে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুজো দিতে গিয়েও পুজো না দিয়েই ফিরে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। কিন্তু এই নিয়ে তিনি নিজে মুখ খুলতে চাননি। তবে এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।

রাজ্য বিজেপির সভাপতি থাকাকালিন চায় পে চর্চাতে মাঝে মাঝেই দেখা যেত দিলীপ ঘোষকে। মঙ্গলবারও তেমনই একটি কর্মসূচিতে যোগ দিতে গুসকরায় এসেছিলেন তিনি। সেখান থেকে ৩ শতাব্দী প্রাচীন রটন্তীকালী মন্দিরে যান। একাধিক পূণ্যার্থী সেখানে হাজির ছিলেন। সেই সময় পুজো করছিলেন মন্দিরের পুরোহিত সোমরাজ চোংদার। মন্দিরে মাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। কিন্তু পুরোহিতের তরফে তিলক কিংবা প্রসাদ না দেওয়ায় রেগে যান দিলীপ ঘোষ। তখন তিনি পুজো না দিয়েই ফিরে আসেন। বিরক্ত হয়ে ফিরে যান তিনি। তবে কেন তিনি এমন করলেন, তা নিয়ে মুখ খুলতে রাজি হননি।

দিলীপ ঘোষের এই ব্যবহারের কটাক্ষ করেছে তৃণমূল। তাঁরা বলেছে, পুরোহিত মন্দিরের নিয়ম মেনে কাজ করবেন। বিজেপি  নেতারা নিজেদের হিন্দুত্বের বড়াই করেন। পুরোহিত কীকারণে পুজো দিতে দেরি করেছেন, সেটা তিনি জানেন। তিনি কোনও ভিআইপি নন, তাঁর পুজো আগে করতে হবে। মা রটন্তী নিজেই তাঁকে প্রত্যাখ্যান করেছেন। তাই পুজো দিতে পারেননি তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, মন্দিরে ভিড় ছিল। তিনি দিলীপ ঘোষকে একটু অপেক্ষাও করচে বলেছিলেন। কিন্তুু তা তিনি করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টের নির্দেশে রামপুরহাট আদালত থেকে বগটুই মামলা সরল

দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, মমতার টানে খানাকুল থেকে হেঁটে সিঙ্গুরে তাইবুল

মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ