এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বরফগোলা খেয়ে অসুস্থ ২০ ছাত্রী

নিজস্ব প্রতিনিধি:  সবে খুলেছে স্কুল। অতিমারির ভয় কাটিয়ে বিদ্যালয় আসতে শুরু করেছে পড়ুয়ারা। পড়ার পাশাপাশি চলছে খেলা, হাসি, গল্প আর টিফিনভাগ করে খাওয়া। শনিবার স্কুল শুরুর আগে ছাত্রীরা দেখে গেটের সামনে বরফগোলা বিক্রি হচ্ছে আগের মত। অনেকদিন পর তা দেখে আত্মহারা হয় ছোট ছোট পড়ুয়ারা। তাই দেখে ছুটে যায় তারা। দল বেঁধে কেনে বিভিন্ন স্বাদের বরফ (Ice)গোলা। আর হাতে পাওয়া মাত্রই মুখে। এরপরেই অসুস্থ হয়ে পড়ে বহু ছাত্র- ছাত্রী। তাদের ভর্তি করা হয় হাসপাতালে। বর্ধমানের সামন্তী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, বর্ধমানের শক্তিগড় এলাকায় রয়েছে সামন্তী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় বর্ধমান- ২ ব্লকের হাটগোবিন্দপুরে অবস্থিত। স্কুলের সামনে বিক্রি হচ্ছিল বরফগোলা। স্কুল শুরুর আগে সেই বরফগোলা খায় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা। এরপর সকাল সাড়ে ১০ টায় শুরু হয় প্রার্থনা। লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। এরপর তাদের মুখ- চোখে জল দেওয়া হয়। পড়ুয়ারা কিছুটা সুস্থতা অনুভব করে। তারপর শুরু হয় ক্লাস।  কিন্তু তারপরে দেখা যায়, আরও অনেক পড়ুয়া অসুস্থতা অনুভব করছে। কয়েকজনের শ্বাস কষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের তৎপরতায় তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মেমারী- ১ ব্লকের পারহাটি হাসপাতালে (Hospital)। তাদের সংখ্যা প্রায় ২০। এদের মধ্যে রয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণির পড়ুয়া। বেশিরভাগ জনই পঞ্চম শ্রেণির। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা করেন চিকিৎসকরা। কয়েকজনকে তখনই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ভর্তি করা হয় প্রায় ১৪ জনকে। তাদেরও অবস্থা গুরুতর নয়। শনিবারেই ছেড়ে দেওয়া হতে পারে তাদের। শুধু আরও ১-২ জনকে পর্যবেক্ষণে রাখা হবে।  

এই ঘটনায় বিদ্যালয়ের (School) একাংশ ও অভিভাবকরা মনে করছেন, বরফগোলা খেয়ে বিষক্রিয়া হয়েছে পড়ুয়াদের। তবে চিকিৎসকদের (Doctor) পক্ষ থেকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে এই দাবি। চড়া রোদ থেকে এসে বরফ খাওয়ার জন্যই দেহে অস্বস্তি বোধের এই ঘটনা ঘটেছে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, এতে বিষক্রিয়ার লক্ষণ নেই। ওদের মাথা ঝিমঝিম করছিল, ঘুরছিল। অনেকে বেশি নার্ভাস হয়ে পড়ে তাই খিঁচুনি দেখা গিয়েছিল। আসলে এটা ডি হাইড্রেশন আর মাস প্যানিক। এখন সকলেই স্থিতিশীল বলেও জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর