এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাসপোর্ট নেই কেষ্টর! চমকে গেল সিবিআই

নিজস্ব প্রতিনিধি: শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ষষ্ঠবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সময় চেয়েছেন আরও ৪ সপ্তাহ। সেই সময় শেষ হবে ২১ মে। ততদিন পর্যন্ত তাঁর গতিবিধির ওপর নজর রাখতে চায় সিবিআই (CBI)। তাঁর কাছে চাওয়া হয়েছে পাসপোর্ট। কিন্তু অনুব্রতের উত্তরে চমকে গেল সিবিআই।

উল্লেখ্য, অনুব্রত দাঁত, অন্ডকোষ ও মলদ্বারের সমস্যায় ভুগছে জানিয়ে সিবিআইকে অনুরোধ করেছেন, চাইলে বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁরা। তবে দিয়েছিলেন বেশ কিছু শর্ত। বলেছিলেন, হয় বাড়ি এসে বা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করার আগে তল্লাশি করা যেতে পারে। আরও শর্ত ঘরে কোনও সিসিটিভি (CCTV) রাখা যাবে না। পাশের ঘরে থাকবেন তাঁর আইনজীবী (Advocate)। তিনি এও বলেন, তাঁর মোবাইল রাখতে দিতে হবে অন্য ঘরে। এছাড়াও কেষ্ট বলেন, ২১ মের পর হলে কলকাতার যেখানে জেরা করার জায়গা ঠিক হবে, সেখানে উপস্থিত হবেন তিনি। আলোচনা করে সেই জায়গা ঠিক করা হবে। সিবিআইয়ের অ্যান্টি করাপশেন ব্রাঞ্চ ও স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এইসব শর্ত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন অনুব্রত।

সিবিআই তাঁকে পাসপোর্ট চাওয়ার পর অনুব্রতের দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই। এই দাবি আদৌ সত্যি কি না, তা জানতে ইতিমধ্যেই রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর গতিবিধির ওপর নজর রাখতেই চাওয়া হয়েছিল পাসপোর্ট। তিনি যাতে দেশের বাইরে না যেতে পারেন, তার জন্যই পাসপোর্ট চেয়েছিল সিবিআই। অনুব্রত জানিয়েছেন তাঁর পাসপোর্ট নেই। এরপর সিবিআইয়ের পক্ষ থেকে তাঁর কাছে আধার ও প্যানকার্ড চেয়ে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই এইমসের দ্বারস্থ হয়েছে সিবিআই। এইমসে অনুব্রতের রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসএসকেএমে (SSKM) নোটিশ পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠাতে বলেছিল রিপোর্ট। সেই রিপোর্ট সংগ্রহ করে সিবিআই পাঠিয়েছিল দিল্লির এইমসে (AIIMS)। সিবিআই জানতে চেয়েছে কেমন আছেন অনুব্রত? কবে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে?

গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় ৬ বার সিবিআই তলব এড়িয়েছেন অনুব্রত। ১৬ দিন পর এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ২ টি ঘটনাতেই গত শনিবার ও রবিবার তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি এই ২ দিন। শনিবার তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অনুব্রত অসুস্থ। তাঁকে ৪ সপ্তাহের জন্য হাঁটতে না বলে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। রবিবারও আইনজীবী জানান, তিনি শনিবারের থেকেও বেশি অসুস্থ। তবে আধিকারিকরা চাইলে তাঁকে চিনার পার্কের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

এসএসকেএম থেকে অনুব্রতের শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট সংগ্রহ করে সিবিআই। তারপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তা পাঠায় দিল্লি এইমসে। জানতে চাওয়া হয়েছে, এখন ঠিক কেমন আছেন অনুব্রত? কবে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে? এইমস রিপোর্ট খতিয়ে দেখে তা জানাবে সিবিআইকে।

জানা গিয়েছে, অনুব্রত চিঠি পাঠিয়েছেন সিবিআইয়ের ২ ডিএসপি সুশান্ত ভট্টাচার্য ও প্রশান্ত শ্রীবাস্তবকে। জানিয়েছেন, তাঁর দাঁত, মলদ্বার, অণ্ডকোষে অসহ্য ব্যথা। বলেছেন, অণ্ডকোষে সংক্রমণ ছড়িয়েছে বলে সেখানে ব্যথা সবচেয়ে তীব্র। তাই ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। চাইলে আধিকারিকরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

বন্ধ তোতাপাড়া চা বাগান, মে দিবসের দিন কাজ গেল ৮৫০ চা শ্রমিকের

‘কমিশনকে বলছি, মানুষের সন্দেহ দূর করুন’, ভোটের হার নিয়ে উদ্বেগ মমতার

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর