এই মুহূর্তে




‘৮ মাসে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার’, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খালেদার দলের




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতার পালাবদলের পরেই বাংলাদেশ জুড়ে লুটপাটে মেতে উঠেছে ‘জুনয়র ভুট্টো’ তকমাধারী মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টারা। গত ৮ মাসে ৯০ হাজর কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবার (১৫ মে) বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জ আব্বাস ওই অভিযোগ এনেছেন। ওই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই  শোরগোল পড়ে গিয়েছে।

কুমিল্লার শিল্পকলা আকাদেমির অডিটোরিয়ামে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে বর্তমান তদারকি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আমাদের অনেক শত্রু হয়ে গিয়েছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না। আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনও স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা।এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়ায় কোনও সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল না, এখনও একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।’

তদারকি সরকারের জমানায় দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদশে পাচার হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়মী লীগ জমানায় দেশে লুটাট চালিয়ে হজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকারও ধোঁয়া তুলসীপাতা নয়। সব ক্ষেত্রে চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি চলছে। অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।’

নাম না করে জামায়াত ইসলামী-এনসিপি সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলির সম্পর্কে সজাগ থকার অনুরোধ জানিয়ে বিএনপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকে ভাবছেন– এখন বিএনপির সুদিন। কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি-দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতা-কর্মীদেরকে সজাগ থাকতে হবে। কোনও ভাবেই চাঁদাবাজ-দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার আইনজীবী হিসাবে রাজাকার সন্তানকে নিয়োগ দিল ইউনূস সরকার

জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে, কত ‘দিনমোহর’ দিতে হল নোবেলকে?

ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার

আদালতের নির্দেশে জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে করলেন গায়ক নোবেল

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর

নাঈমের বলে ফিরলেন চান্দিমাল, রক্ষা নিশাঙ্কার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ