এই মুহূর্তে




৫৩ বছর বাদে ফের বাংলাদেশে ‘অসহযোগ আন্দোলন’ শুরু




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বোধ হয় বলে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। স্বৈরাচারী পাক শাসকদের বিরুদ্ধে আজ থেকে ৫৩ বছর আগে ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকা ওই অসহযোগ আন্দোলন চলেছিল ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ। আর ২৫ মার্চের মধ্যরাতেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। ৫৩ বছর বাদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে আজ রবিবার থেকে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মূলমঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণের প্রতি যে আর্জি জানিয়েছেন, তার সঙ্গে ৫৩ বছর আগে বঙ্গবন্ধুর আর্জির অদ্ভুত মিল লক্ষ্য করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শনিবারই শহীদ মিনারে উত্তাল জনসমুদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দাবি ঘোষণা করেছিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রবিবার থেকে সরকারের সঙ্গে অসহযোগিতার রাস্তায় হাঁটার অনুরোধ জানিয়েছিলেন। আর তার কয়েক ঘন্টা বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  তরফে এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এক বিবৃতিতে বাংলাদেশের আমজনতার কাছে বেশ কয়েকটি আর্জি জানিয়েছেন তিনি। সেই আর্জিগুলি হল-

১) বাংলাদেশের কোনও নাগরিক সরকারকে কোনও কর বা খাজনা দেবেন না।

২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, জলের বিল-সহ কোনও ধরনের বিল পরিশোধ করবেন না।

৩) সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও কল-কারখানা বন্ধ থাকবে।

৪) কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন।

৫) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

৬) প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনও ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না।

৭) ব ধরনের সরকারি সভা-সেমিনার ও আয়োজন বর্জন করবেন।

৮) বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনও ধরনের পণ্য খালাস করবেন না।

৯) গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০) জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে।

১১) পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনও ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা-পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবে। ১২) বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে।

১২) আমলারা সচিবালয়ে যাবেন না। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৩) দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে।

১৪) বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণিবিতান, হোটেল-মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।

আসিফ জানিয়েছেন, অসহযোগ আন্দোলন চলাকালীন হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পড়ানোর অছিলায় সাত বছরের শিশুকে ধর্ষণ, ‘নরপিশাচ’ গৃহশিক্ষককে চরম সাজা আদালতের

‘রাজধর্ম’ পালন না করতে পারলে সরে দাঁড়ান, ইউনূসকে কড়া বার্তা সেনাপ্রধানের

কুমিল্লায় পুরুষ সহকর্মীর সামনেই মহিলা কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ

ইউনূসের নাকের ডগায় মহিলা সাংবাদিককে সাত ঘন্টা ধরে ধর্ষণ ১৬ দুষ্কৃতীর

ভারতে নাশকতা চালাতে ইউনূস সরকারের মদতে ইসলামিক রিপাবলিকান আর্মি গড়ল রোহিঙ্গা জঙ্গিরা

বাংলাদেশে ঘরে ঢুকে তিন সন্তানের মা হিন্দু মহিলাকে ধর্ষণ, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা…

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর