এই মুহূর্তে




মোল্লা ইউনূস-ওয়াকার সঙ্ঘাত তুঙ্গে, অপারেশন ডেভিল হান্টে সামিল হচ্ছে না বাংলাদেশ সেনা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের মাটি থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগকে নিধনের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করেছে মোল্লা মুহাম্মদ ইউনূস। কিন্তু ওই অভিযান নিয়েই ফের একবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য তথা ‘রাজাকার’ মোল্লা ইউনূসের সঙ্ঘাত বেঁধেছে। আওয়ামী লীগ নিধনের নামে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে সেনাবাহিনী সামিল হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। সূত্রের খবর, বাংলাদেশ সেনার সিংহভাগ আধিকারিক সরাসরি জানিয়ে দিয়েছেন, অপারেশন ডেভিল হান্টের নামে মহানাটকে সশস্ত্রবাহিনীকে কলঙ্কিত করা যাবে না। আর যদি অপরাধীদের ধরতে হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশে যারা তালিবানি রাজত্ব শুরু করেছে সেই কুখ্যাত হিযবুত সন্ত্রাসীদের প্রথমে গ্রেফতার করতে হবে। সেনাবাহিনী বেঁকে বসায় খানিকটা বিপাকে পড়েছে মোল্লা ইউনূস সরকার।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। গাজীপুরে হাসিনা জমানার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনি খেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে হিযবুতের ছাত্র সংগঠনের জনা ১৫ জঙ্গি। তিনজনের ভবলীলা সাঙ্গ হয়েছে। অর্থাৎ তিন জঙ্গিকে পিটিয়ে মেরেছেন সাধারণ মানুষ। আর তাতেই আঁতে ঘা লেগেছে জঙ্গিদের মদতদাতা মোল্লা মুহাম্মদ ইউনূস এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর মজলিশ সুরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর। গাজীপুরের ঘটনার পর দেশজুড়ে হিযবুত জঙ্গিদের বিরুদ্ধে মানুষ জেগে উঠতে পারে এমন আশঙ্কাতে রাতারাতি ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে আওয়ামী লীগ নিধন যজ্ঞ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুরের পুলিশ কমিশনার তথা জামায়াত ইসলামীর সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতার দায়িত্ব সামলানো নাজমুল করিম খান শনিবার হিযবুত জঙ্গিদের এক সভায় মোল্লা ইউনূস সরকারের অপারেশন ডেভিল হান্টের আসল রহস্য ফাঁস করে দেন।

সূত্রের খবর, হিযবুত তাহরীর জঙ্গিদের রক্ষা করতে মোল্লা ইউনূসের অপারেশন ডেভিল হান্টের কথা জানতে পেরেই শনিবার রাতে ঢাকার সেনাঘাঁটিতে সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের সঙ্গে দেখা করেন দুই লেফটেন্যান্ট জেনারল, সাত মেজর জেনারেল, ৯ বিগ্রেডিয়ার জেনারেল সহ শতাধিক সেনা আধিকারিক। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এমনিতেই বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি-সহ বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা রুখতে না পারার জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি দেশবাসীর কাছে কলঙ্কিত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ সেনা কলঙ্কিত হয়েছে। তাই অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নিধন যজ্ঞে সামিল হয়ে সেনাবাহিনীর গায়ে নতুন করে কাদা লাগানো যাবে না। সেনা আধিকারিকদের ওই ক্ষোভ জানতে পারার পরেই সেনাপ্রধান ওয়াকার-উজ জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসকে সাফ জানিয়ে দেন, অপারেশন ডেভিল হান্টে সামিল হবে না সেনা। অপারেশন যদি সত্যিকারের পরিচালনা করতে হয়, তাহলে তোলাবাজ ও দেশে নৈরাজ্য সৃষ্টিকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রথমে গ্রেফতার করতে হবে।
সেনাবাহিনী আওয়ামী লীগ নিধন যজ্ঞে সামিল হবে না, এমন বার্তা পাওয়ার পরে খানিকটা ডিগবাজি খেয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গণি জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট পরিচালনার দায়িত্বে থাকছে পুলিশ বাহিনী। অর্থাৎ পুলিশ-র‍্যাব এবং আনসার। তবে সেনাবাহিনী সহায়তা করবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন ইউনূস

বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প,লাইসেন্স মঞ্জুর করল ইউনূস সরকার

বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানানোর অপরাধে অপসারিত বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি

হাসিনা বিরোধী আন্দোলনে ‘শহিদ’ বাবা, ইউনূস জমানায় গণধর্ষণের শিকার মেয়ে

পড়ানোর অছিলায় সাত বছরের শিশুকে ধর্ষণ, ‘নরপিশাচ’ গৃহশিক্ষককে চরম সাজা আদালতের

‘রাজধর্ম’ পালন না করতে পারলে সরে দাঁড়ান, ইউনূসকে কড়া বার্তা সেনাপ্রধানের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর