এই মুহূর্তে




‘মাইনাস টু ফর্মূলা ভুলেও মাথায় আনবেন না’, ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিমুহুর্তে দ্রুত পাল্টাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পরে বিএনপিকে কোণঠাসা করতে গত কয়েকদিন ধরেই নয়া ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়াকে বিদেশে চিকি‍ৎসার জন্য পাঠাতে অন্তর্বর্তী সরকারের বেনজির ত‍ৎপরতায় নয়া ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আর ওই গন্ধ পাওয়ার পরেই রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরাসরি সতর্ক করে দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাখঢাক না রেখে হুঙ্কার ছেড়ে তিনি বলেছেন, ‘মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করে। অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনও ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন।’

২০০৭ সালে ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের সমর্থনে ক্ষমতায় আসীন হয়েছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় বাংলাদেশের রাজনীতি থেকে প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরাতে ‘মাইনাস টু ফর্মূলা’ কার্যকর করার চেষ্টা হয়েছিল। আর ওই ফর্মূলার অন্যতম হোতা ছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য-ইফতেখারুজ্জামান-বদিউল আলম মজুমদার, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনম। আওয়ামী লীগ ও বিএনপি’র একাংশ গদ্দার নেতাকে দিয়ে দুই দলের শীর্ষ নেত্রীদের সরানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির নিচুতলার সিংহভাগ নেতা-কর্মীরা ‘মাইনাস টু ফর্মূলা’র বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। ফলে পিছু হঠতে হয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এবং তাদের পোষ্যভৃত্য ইউনূস গংকে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় ফের ‘মাইনাস টু ফর্মূলা’ নিয়ে চর্চা শুরু হয়েছে। আনেকে মনে করছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে খালেদা চিকি‍ৎসার নামে বিদেশে পাঠিয়ে ওই ফর্মূলা কার্যকর করার এক গোপন ষড়যন্ত্র শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিন বিএনপির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময়ে বিরাজনীতিকরণে এবং মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ফের সেই পথ অনুসরণ করার কথা চিন্তাও করা উচিত নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিকে কোনও ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের জনগণ কখনই তা মেনে নেবে না। আওয়ামী লীগ- বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না।তাই যারা নতুন করে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তাদের স্পষ্ট বলতে চাই, মাইনাস টু ফর্মুলা নিয়ে আবার চিন্তা করবেন না। তাহলে করুণ পরিণতি হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ‘হামলা’, ছিঁড়ে ফেলা হল পতাকা

জাতীয় পতাকা সম্মান না করলে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না ভারতীয় চিকিৎসক

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

বিমানের ককপিটে একাধিক যৌন হয়রানির অভিযোগ পাইলটদের বিরুদ্ধে

দিল্লিকে জোর ধাক্কা ইউনূস সরকারের, বাংলাদেশের মাটি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব খারিজ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর