-273ºc,
Tuesday, 30th May, 2023 2:15 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই বড়দিন। তার পরে নিউ ইয়ার। আর দুই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা যায় তার জন্য আজ বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ জঙ্গি বিরোধী অভিযান। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিনের অভিযানে কুখ্যাত জঙ্গি, অপরাধী এবং সন্ত্রাসীদের পাকড়াও করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহানির্দেশক। যদিও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই এই অভিযান চালানো হয়।
সম্প্রতি ঢাকার এক আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। ১২ দিন কেটে গেলেও পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে পাকড়াও করা যায়নি। ফলে উৎসবের সময়ে বড়সড় হামলার আশঙ্কা করছেন পুলিশের শীর্ষ কর্তারা। তাই বড়দিনের আগেই জঙ্গিদের শিরদাঁড়া ভাঙতে বিশেষ ধরপাকড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দেশজুড়ে বিভিন্ন থানা, সন্ত্রাস দমন সংস্থা সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে জঙ্গি পাকড়াও অভিযানে কোমর কষে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, গোপন আস্তানার পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’ পুলিশ সদর দফতরের মুখপাত্র মঞ্জুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।’